Thursday, May 2, 2024
Homeদিনহাটাদিনহাটা বিধানসভায় তিনটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

দিনহাটা বিধানসভায় তিনটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

দিনহাটা:
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ অনুকূল্যে দিনহাটা বিধানসভার তিনটি নতুন রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, বুধবার দিনহাটা ২ নং ব্লকের দুইটি এবং এক নং ব্লকের একটি রাস্তার কাজের উদ্বোধন হয়।

আবুতারা থেকে রানীরহাট চৌপথী ভায়া কদমতলা পর্যন্ত পেভার ব্লক কাজের শুভ সূচনা করেন মন্ত্রী। বুধবার সকাল এগারোটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের কদমতলায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আবুতারা থেকে রানীরহাট চৌপথী ভায়া কদমতলা পর্যন্ত ৬ কিমি ১০০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক কাজের শুভ সূচনা করেন তিনি। জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে ৫ কোটি ৮০ লক্ষ ৪৪ হাজার ২০৬ টাকা ব্যয়ে নির্মিত হবে এই রাস্তার কাজ। এদিন এই রাস্তার কাজের শুভ সূচনা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ছাড়াও নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

টিয়াদহে ২ কিমি একশো মিটার পেভার ব্লক রাস্তার কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের টিয়াদহে নিরঞ্জন মন্ডল এর বাড়ি থেকে খগেন্দ্রনাথ বর্মনের বাড়ি ও টিয়াদহ শিশু শিক্ষা কেন্দ্র হয়ে রানীরহাট PWD রাস্তা পর্যন্ত ২ কিমি একশো মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তার কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে ২ কোটি ২৬ লক্ষ ৩৬৮ টাকা ব্যয়ে নির্মিত হবে এই রাস্তার কাজ।

অন্যদিকে ভিলেজ টু জিপিতে ২ কিমি ১৪০ মিটার দৈর্ঘ্যের রাস্তার কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুর একটা নাগাদ ভিলেজ টু জিপির নিগমানন্দ শিক্ষা নিকেতন গার্লস হাই স্কুল হইতে বিনয় সরকারের বাড়ি পর্যন্ত পেভার ব্লক রাস্তর নির্মাণের কাজের শুভ সূচনা। মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে ২ কোটি ৬১ লক্ষ ৯৪ হাজার ১৮৫ টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তার কাজ। এদিন রাস্তার কাজের শুভ সূচনা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিক সৌরভ ভট্টাচার্য, দীপক কুমার ভট্টাচার্য, প্রধান কণিকা বর্মন ছাড়াও অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments