Thursday, May 2, 2024
Homeআলিপুরদুয়ারUPSC পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় আলিপুরদুয়ারের বাপ্পাকে সংবর্ধনা দিল DYFI

UPSC পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় আলিপুরদুয়ারের বাপ্পাকে সংবর্ধনা দিল DYFI

আলিপুরদুয়ার:
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল সার্ভিস (ISS) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে আলিপুরদুয়ার দক্ষিণ মাঝেরডাবড়ির বাসিন্দা বাপ্পা সাহা। আলিপুরদুয়ার ডি ওয়াই এফ আই (DYFI) সদর লোকাল কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হলো।

প্রসঙ্গত অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান বাপ্পা সাহা। বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। দারিদ্রতার সঙ্গে লড়াই করে তার এই সাফল্য দেশের কাছে আলিপুরদুয়ার জেলা তথা রাজ্যের হয়ে দৃষ্টান্ত স্থাপন করল। বাপ্পাকে এদিন শুভেচ্ছা জানানো হয় ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে।

এ প্রসঙ্গে ডি ওয়াই এফ আই আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন- “বাপ্পার সাফল্যে আমরা আলিপুরদুয়ার জেলাবাসী অত্যন্ত আনন্দিত। ও আমাদের জেলা তথা রাজ্যের গর্ব। ওর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা ওর সাফল্য কামনা করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments