Monday, April 29, 2024
Homeদিনহাটাউত্তরবঙ্গ চারুকলা সোসাইটির ভাষা দিবস উদযাপন দিনহাটায়

উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির ভাষা দিবস উদযাপন দিনহাটায়

উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির ভাষা দিবস উদযাপন দিনহাটায়

দিনহাটা: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হলো দিনহাটায়। বুধবার উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির পক্ষ থেকে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি দিনহাটার একাধিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়। দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে দু’দিন ব্যাপী মাতৃভাষা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, সমাজ কর্মী বিশু ধর প্রমূখ। আয়োজক রথীন সাহা জানিয়েছেন, দুদিনব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে চিত্রকর্মশালা, চিত্র প্রদর্শনী ছাড়া ও চিত্রশিল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুই চিত্রশিল্পী মেহেদী হাসান ও ও ইশতিয়াক তরফদার সানি।
এদিকে বিগত ১৮ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে চলছে দিনহাটার তিন সংস্থা। দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাস, বয়েজ রিক্রিয়েশন ক্লাব ও কলা মন্দির শিক্ষায়তনের পক্ষ থেকে শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন সংস্থার পক্ষে চন্দন সেনগুপ্ত জানান, ভাষা দিবসের দিনটি নিয়ে আলোচনা ছাড়াও অস্থায়ী শহীদ বেদীতে মাল্য দান করে শ্রদ্ধা জানান সকলে। দিনহাটার এভারগ্রিন নামের সংস্থার পক্ষ থেকে শহরের বোর্ডিং পাড়ার মাঠে শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments