Saturday, April 27, 2024
Homeশিলিগুড়িSiliguri: সাপের বিষ সহ গ্রেপ্তার তিন পাচারকারী

Siliguri: সাপের বিষ সহ গ্রেপ্তার তিন পাচারকারী

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ থেকে ৩ কেজি ৭৯৮গ্রাম সাপের বিষ সহ গ্রেফতার তিন পাচারকারী।গোপনে সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জে অভিযান চালায় কার্শিয়াঙ ডিভিশনের বাগডোগরা বনদপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।এরপর সেখানে একটি চার চাকা গাড়ি ও স্কুটি আটক করে।এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাপের বিষ।এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বনদপ্তর।ধৃতদের নাম মহম্মদ শাহনেওয়াজ,তৌহিদ আলম ও মহম্মদ আজমল।ধৃত তিনজনই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে দুটি জার উদ্ধার হয়েছে।এবং সেই জার থেকে দুটি থেকে মোট ৩ কেজি ৭৯৮গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে।বাংলাদেশ থেকে এই সাপের বিষ হাতবদলের আগে গ্রেফতার করা হয়।এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে বনদপ্তর।বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments