Friday, March 29, 2024
Homeবিনোদনএবার সৌরভের সঙ্গে দাদাগিরির মঞ্চে কাঁচা বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর

এবার সৌরভের সঙ্গে দাদাগিরির মঞ্চে কাঁচা বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর

এবার দাদাগিরি মঞ্চ কাপাতে আসছেন ভাইরাল কাচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর ডাকে তিনি দাদাগিরির সেটে আসছেন।

‘কাঁচা বাদাম’ গানটি বীরভূম জেলার জনৈক একটি গ্রামে বাদাম বিক্রি করতে করতে আচমকাই গেয়ে ফেলেছিলেন ভুবন। আর সেটি গ্রামেরই কোনও এক কিশোর মোবাইলে তুলে ফেসবুকে পোস্ট করেন। ব্যস, তারপরই মাত্র কয়েকদিনের মধ্যে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় সেই গান। কিন্তু, কে এই ভুবন বাদ্যকর, কোথায় তাঁর বাড়ি, সেটি কেউ জানত না। এরপর গত ২৯ নভেম্বর দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে তাঁর বাড়ি খুঁজে বের করে সংবাদমাধ্যম। খবর সম্প্রচার হতেই রাতারাতি সেলিব্রিটির তকমা পেয়ে যান ভুবন বাদ্যকর। সেই কাঁচা বাদাম বিক্রেতার এবার ডাক পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি অনুষ্ঠানে। মহারাজ স্বয়ং নিজেই তাঁকে দাদাগিরির মঞ্চে ডেকে পাঠালেন। ইতিমধ্যেই দুবরাজপুর থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসার জন্য প্রতিনিধি পাঠায় সংশ্লিষ্ট চ্যানেলের প্রতিনিধি। দাদাগিরির ক্রিয়েটিভ টিমের সদস্যরা এসে পৌঁছয় বীরভূমের দুবরাজপুরে। সেখানেই ভুবন বাদ্যকরকে তাঁরা গোটা বিষয়টি জানান।

এমন সুর্বণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভুবন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”দাদাগিরি দেখাতে যাব। দাদাকে দেখতে পাব, ভেবেই আনন্দ হচ্ছে।” বীরভূম থেকে প্রিয় দাদার জন্য মিষ্টি আর তাঁর বিখ্যাত কাঁচা বাদাম, বাদাম চাক নিয়ে এসেছেন তিনি। জানা গিয়েছে, সোমবার এই বিশেষ পর্বের শ্যুটিং হয়েছে। আগামী ১৯ অথবা ২০শে ফেব্রুয়ারি এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। BCCI সভাপতিকে ভবন তাঁর ‘কাঁচা বাদাম’ গানটি শুনিয়েছেন কিনা, সেদিনই দেখতে পাবেন দর্শকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments