Saturday, April 20, 2024
Homeরাজনীতিঅবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমাতে হবে,দাবি মমতার

অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমাতে হবে,দাবি মমতার

অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমাতে হবে। পেট্রল–ডিজেলেরও বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। কেন্দ্রকে একহাত নিয়ে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যেভাবে মুখ্যমন্ত্রীদের বলতে না দিয়ে সেস প্রসঙ্গে অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করেছেন তাতে মমতা ব্যাপক ক্ষুব্ধ। বুধবার তিনি বলেছিলেন, “কেন্দ্র দাম বাড়াবে, আর রাজ্যকে সেস কমাতে বলবে কেন?” বৃহস্পতিবার আক্রমণ দ্বিগুণ করে বলেন, “কোভিড নিয়ে বৈঠক ডাকা হলেও আসল অ্যাজেন্ডা ছিল পেট্রল-ডিজেল (Petrol and Diesel)। আসলে আবার তেলের দাম ওরা বাড়াবে। সেই জন্যই দোষ নিজেদের ঘাড় থেকে নামাতেই রাজ্যের ঘাড়ে দায় ঠেলছে। এই সরকার সাত বছরে বারবার পেট্রল-ডিজেলের মূল্য বাড়িয়ে ১৭.৩ লক্ষ কোটি টাকা তুলেছে। রাজ্যের সব টাকা কেটে নেবে। পাওনা দেবে না। আবার দায় ঠেলে দেবে রাজে্যর ঘাড়ে।”

বিমানের জ্বালানিতে কেন্দ্রীয় সরকারের চাপানো শুল্ক কমানোরও দাবি করে টুইট করেন মমতা। এদিন সকালেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বিমানের জ্বালানির উপর উচ্চহারে ভ্যাট নিয়ে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও দিল্লি সরকারকে খোঁচা দেন। তারপরই মমতা পাল্টা কেন্দ্রকে আক্রমণ করে দাবি করে বলেন, “রাজ্যগুলির দিকে আঙুল তোলার আগে কেন্দ্র বিমানের ভাড়া কমাতে বিমানের জ্বালানি বা এটিএফের উপর উৎপাদন শুল্ক, অতিরিক্ত উৎপাদন শুল্ক ও অন্তঃশুল্ক কমিয়ে যথাক্রমে ৫ শতাংশ, ১১ শতাংশ ও ১১ শতাংশ করুক।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments