Monday, April 29, 2024
Homeখেলাধূলাবিশ্বকাপ ফুটবল ২০২২নক আউট পর্বে গোল নেই রোনাল্ডোর, আজ সুইসদের বিরুদ্ধে অপবাদ ঘুচবে?

নক আউট পর্বে গোল নেই রোনাল্ডোর, আজ সুইসদের বিরুদ্ধে অপবাদ ঘুচবে?

শেষ আটে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও পর্তুগাল। কাতারের লুসাইল স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত ১২:৩০ টায় শুরু হবে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচটি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি গোলও নেই বিশ্বকাপের নক আউট পর্বে। আজ সেই অপবাদ ঘোচানোর সুযোগ সিআরসেভেনের সামনে।

মাঠে নামার আগে অবশ্য বিভিন্ন কারণে আলোচনায় রোনালদো। সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তির গুঞ্জন, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া, ব্রুনো ফার্নান্দেজের গোলকে নিজের দাবি করা―অনেক কারণে আলোচিত পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। রোনালদোকে নিয়ে পর্তুগালের বিখ্যাত দৈনিক এ বোলা একটি জরিপ চালিয়েছে। প্রশ্ন ছিল—‘সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশে রোনালদোকে রাখা উচিত কি না?’ ৭০ শতাংশ পাঠক রোনালদোর বিপক্ষে ভোট দিয়েছে। বয়স ৩৭ পেরিয়ে নিজ দেশের জনতার কাছেই আস্থার জায়গাটা হারিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।

কত কিংবদন্তির কত রেকর্ড আছে বিশ্বকাপ ইতিহাসে। পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। ফ্রান্সের জাঁ ফঁতে এক আসরেই গোল করেছেন ১৩টি। এতটা উচ্চতায় না পৌঁছলেও ক্রিশ্চিয়ানো রোনালদো অনন্য একটা জায়গায়। একমাত্র খেলোয়াড় হিসেবে গোল করেছেন টানা পাঁচ বিশ্বকাপে। 

পাঁচটি বিশ্বকাপ খেললেও এখনো নক আউটে গোলের দেখা পাননি রোনালদো। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments