Sunday, April 28, 2024
Homeআন্তর্জাতিকG20 Summit:: সেজে উঠেছে রাজধানী দিল্লি,শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

G20 Summit:: সেজে উঠেছে রাজধানী দিল্লি,শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

সেজে উঠেছে রাজধানী দিল্লি। জি ২০ সামিটের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একাধিক রাষ্ট্রনেতা এই সম্মেলনে যোগ দিতে চলেছেন। দুই দিন ব্যাপী এই সম্মেলনের জন্য দিল্লিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর রাজধানীকে সাজানোর জন্য ৪ হাজার ১০০ কোটি টাকা খরচ হয়েছে, অন্তত সরকারি রেকর্ড বলছে এমনটাই।

রেকর্ড বলছে, ব্যয়গুলিতে মূলত ১২টি ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোন কোন খাতে খরচের উপর জোর দেওয়া হয়েছে। জি ২০ বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। সেক্ষেত্রে নিরাপত্তার উপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা, ফুটপাথ, রাস্তার সাইনবোর্ড এবং আলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে বিস্তর।

নয়টি সরকারি সংস্থা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর মধ্যে রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC), মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা দিল্লি পুরসভা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগ রয়েছে। এই বিভাগগুলি মিলে উদ্যান বিভাগের উন্নতি থেকে শুরু করে জি ২০ ব্র্যান্ডিংয়ের জন্য ৭৫ লাখ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, এই চার হাজার কোটি টাকার মধ্যে ITPO,সড়ক পরিবহণ মন্ত্রক, দিল্লি পুলিশ, NDMC এবং DDA এই সামিটের মোট ব্যয়ের ৯৮ শতাংশ বহন করছে।

এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, “যদি রাস্তার ধারে সৌন্দর্যায়নের কাজ ‘কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’ (CSR) এর মাধ্য়মে না হত সেক্ষেত্রে আরও বেশি টাকা খরচ হতে পারত।” উল্লেখ্য, সামিটে যোগ দিতে আসা কোনও অতিথির যাতে সামান্যতম সমস্যা না হয় সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর।

তথ্যসূত্র: গুগল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments