Thursday, April 25, 2024
Homeজলপাইগুড়িদুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তানিশা অবশেষে ভ্যাকসিন পেল

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তানিশা অবশেষে ভ্যাকসিন পেল

জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাড়ার বাসিন্দা কৃষ্ণ দাসের মেয়ে তানিশা দাস জন্মের ২ বছর পর থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। জন্মের এক বছর পর থেকেই শ্বাসকষ্ট এবং তীব্র আকারে কাসী হতে থাকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বংক্রাইটিস। বুক শক্ত হয়ে যাওয়া এবং নিঃশ্বাসের কমতি,হাল্কা জ্বর এবং শরীর ঠান্ডা হয়ে যাওয়া সমেত অন্যান্য উপসর্গ দেখা দেয় ছোট্ট তানিশার।
পেশায় দর্জি কাজ করায় মেয়ের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেনি কৃষ্ণ দাস ।পরবর্তী সময়ে পদ্মশ্রী করিমুল হক পাশে থাকার আশ্বাস দিলেও বর্তমানে তিনি এই পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেন না বলে পরিবার সূত্রের দাবি। তাই বাধ্য হয়ে কৃষ্ণদাস ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর দ্বারস্থ হন। ছোট্ট তানিশা দাসের সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন ভাইস চেয়ারম্যান। শনিবার তানিশার ভ্যাকসিনের ব্যবস্থা করেদেন রাজেশ কুমার সিং। শনিবার বৃষ্টিতে ভিজে সুদূর ফালাকাটা থেকে ভ্যাকসিন নিয়ে আসে পৌরসভার এক কর্মী। পরবর্তীতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হয়। দিনহাটার শিশু চিকিৎসক বিভাস রায় দেখাও করেন তানিশা দাসের সঙ্গে। কার্যত ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে পরিবারের সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments