Wednesday, May 1, 2024
HomeরাজনীতিAvishek Banerjee: রাজনৈতিক অবসর! মোদির প্রশংসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

Avishek Banerjee: রাজনৈতিক অবসর! মোদির প্রশংসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

Uttorer sangbad: Avishek Banerjee অভিষেক মনে করেন সব পেশার মতো রাজনীতিতে ও অবসরের বয়স নির্দিষ্ট থাকা উচিত। সেই বয়স কখনওই ৬৫ বছরের ঊর্ধ্বে নয়। তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথিত বয়সবিধি নিয়ে শাসকদলের মধ্যে মন্থনও রয়েছে। কিন্তু আনন্দবাজার অনলাইনের মুখোমুখি সাক্ষাৎকারে অভিষেক শুধু তাঁর বয়সনীতিতে অনড় থাকলেন তা-ই নয়, পাশাপাশি এ-ও জানিয়ে দিলেন যে, তিনি কত বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন।

অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর ৬০ বছর বয়স হওয়ার আগেই তিনি রাজনীতি থেকে সরে যাবেন। অর্থাৎ, তিনি ৬৫ বছরকে বয়সকে অবসরের ঊর্ধ্বসীমা হিসাবে বললেও তার অনেক আগেই নিজে রাজনীতি থেকে সরে যাবেন। ৬০ বছরের বেশি তিনি রাজনীতি করবেন না। সে সময় এখন থেকে ৫, ১০ বা ১২ বছর পরেও আসতে পারে বলে জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘‘আমি আনন্দবাজার অনলাইনে অন রেকর্ড জানিয়ে দিলাম, ৬০ বছরের বেশি আমি রাজনীতি করব না।’’ এ ব্যাপারে তাঁর পুরনো যুক্তির সঙ্গেই নতুন উপমা দিয়ে তিনি বলেছেন, ‘‘বয়স বাড়লে কর্মক্ষমতা কমে। সেটা সিনেমা, খেলার মতো রাজনীতিতেও প্রযোজ্য।’’ সেই প্রসঙ্গেই ব্যতিক্রমের কথাও বলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Avishek Banerjee: রাজনৈতিক অবসর! মোদির প্রশংসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

Siliguri: আগ্নেয়াস্ত্র সহ শিলিগুড়িতে গ্রেফতার এক যুবক

সেই ব্যতিক্রমের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, বয়সের তুলনায় পরিশ্রমের কথা বলতে গিয়ে মমতার সঙ্গে একই বন্ধনীতে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। তৃণমূলের ‘সেনাপতি’র কথায়, ‘‘একটা কথা মনে রাখতে হবে, আমি কিন্তু বয়ঃসীমার কথা বলতে গিয়ে এটা বলতে চাইনি যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে! মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। সব জায়গায় ব্যতিক্রম থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যে কোনও তরুণের মতোই পরিশ্রম করেন। রাজনীতিতে আমার বিপক্ষ হলেও প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সেও ১২-১৩ ঘণ্টা পরিশ্রম করেন। ৮০ বছর বয়সে অমিতাভ বচ্চন এখনও কাজ করছেন। মহেন্দ্র সিংহ ধোনি ৪০ পেরোলেও আইপিএল খেলছেন এবং জিতছেনও।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments