Tuesday, April 23, 2024
Homeদিনহাটাস্যানিটাইজ করল আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স

স্যানিটাইজ করল আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স

Uttorer Sangbad:- দিনহাটা ২ নং ব্লকের এক করোনা নেগেটিভ হওয়া ব্যক্তির খবর পেয়েই ছুটে যায় আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স। বুধবার লতিকা চক্রবর্তীর বাড়ি স্যানিটাইজ করল তারা। তিনি যে সেফ হোমে থাকতেন তা স্যানিটাইজ করা হয়। পাশাপাশি কয়েকটি বাড়ি এবং জনসমাগম স্থানে জীবানুনাশক অভিযান হয়।উপস্থিত ছিলেন সারাভারত যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং অন্যান্যরা।

স্যানিটাইজ করল আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স

অনান্য খবর- আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ পালন

পরের খবর- লকডাউনে কেমন আছে জয়ন্তীর প্রত্যন্ত এলাকা ভুটিয়া বস্তি ?

জয়ন্তীর প্রত্যন্ত এলাকায় ভুটিয়া বস্তি। নানান সমস্যায় জর্জরিত এই ছোট্ট গ্রাম। বর্ষার সময় জয়ন্তীর নদী ভরাট হলে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়। গভীর বনে হাতি চিতার আক্রমণ থেকে নিজেদের প্রাণ বাঁচাতে হয় প্রতিদিন। চারিদিকে বনাঞ্চলে ঘেরা এই ছোট্ট গ্রামে পঁয়ত্রিশটি পরিবার বাস করে। এলাকার মোট জনসংখ্যা ৯৬। জয়ন্তি থেকে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেটে যেতে হয় এই ভুটিয়া বস্তিতে। চারিদিকে বনাঞ্চল পাহাড় নদী তে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই এই গ্রামটি অবস্থিত। এখানকার শিশুদের পড়াশোনার জন্য জয়ন্তি নদী পার করে জয়ন্তি বিদ্যালয়ে পড়তে যেতে হয় কিন্তু বর্ষার সময় নদী পার হওয়ার সমস্যা জনিত কারণে তাদের পঠন-পাঠন বন্ধ থাকে।

অনান্য খবর-

চিলাপাতায় শিশুদের পাশে দাঁড়ালো নিউ জেনারেশন ভলেন্টিয়ার্স নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

মোদির নতুন মন্ত্রিসভায় কারা কি দায়িত্ব পেল, দেখুন

এখানকার প্রধান জীবিকা বলতে গেলে একসময় জয়ন্তি নদীতে বোল্ডার তোলার কাজ করতেন স্থানীয়রা তবে পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা নির্বাহের জন্য জয়ন্তিতে প্রতিদিনের কাজ করেন অনেকে আবার কেউ অন্য রাজ্যে গিয়ে কাজ করেন। কিন্তু লকডাউন এর জন্য গত বছর এবং এ বছর খুব সমস্যায় পড়েছেন তারা। শুধুমাত্র সরকারি সাহায্য বলতে রেশন পাচ্ছেন কিন্তু তাতে কি আর সংসার চলছে? গ্রামের বাসিন্দা সাজেন সোনার জানাচ্ছেন লকডাউন এর আগে এবং এখন একই রয়েছে আমাদের সব সময়ই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তিনি আরো জানান এখনো এখানকার সকলের ভ্যাক্সিনেশন হয়নি সেটা নিয়ে চিন্তিত আছেন তারা। কিছুদিন আগে জয়ন্তীতে যে ভ্যাকসিনেশন হয়েছিল সেখানে মাত্র ১/২ জন ভ্যাকসিন পেয়েছিলেন। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments