Wednesday, May 1, 2024
Homeময়নাগুড়িসাপ্টিবাড়ির কৃতি ছাত্রী কাজলি সরকার পড়তে চায় আইন নিয়ে, বাধা অর্থের

সাপ্টিবাড়ির কৃতি ছাত্রী কাজলি সরকার পড়তে চায় আইন নিয়ে, বাধা অর্থের

ময়নাগুড়ি , ১৫ জুন : করোনা কালে ছিল না স্কুলে ক্লাস করার সুযোগ । অর্থের অভাবে পরিবার দিতে পারেনি পর্যাপ্ত প্রাইভেট টিউশন । তারপরেও ব্যাক্তিগত প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো ফল করেছে ময়নাগুড়ির প্রত্যন্ত গ্রামের কৃতি ছাত্রী কাজলি সরকার । এখন সে আইন নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চায় । কিন্তু তার উচ্চশিক্ষায় আর্থিক প্রতিবন্ধকতা আবারও কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেই আশঙ্কায় রয়েছে তার পরিবার । ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বলোরহাট গ্রাম থেকে এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে কাজলি সরকার । তার বাবা হারাধন সরকার গ্রাম্য হাট বাজারে ফড়ে পাইকারি করে সামান্য রোজগারে সংসার খরচ ও তিন মেয়ের লেখাপড়ার খরচ চালান । তার মা কাকলি সরকার গৃহবধূ । ভিটেবাড়ি ছাড়া তাদের আর অন্য কোন সম্বল নেই । দিন এনে দিন খাওয়া পরিবার । তাই মেয়ের লেখাপড়ায় বিশেষ যত্ন নিতে পারেনি । স্থানীয় এক কোচিং সেন্টারে প্রাইভেট টিউশন পড়ে এবং স্কুল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল কাজলি । ভূজারীপাড়া মোহরচাঁদ উচ্চ বিদ্যালয় থেকে এবছর সে ৪৭৯ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে । উচ্চ মাধ্যমিকে তার বিষয়ভিত্তিক নাম্বার হল বাংলা-৯৪ , ইংরেজি-৯৫ , ভূগোল-৯৮ , দর্শন-৯৫ সংস্কৃত-৯৭ ও শিক্ষা বিজ্ঞানে-৮৭ । দরিদ্র পরিবারের এই সুকন্যা আগামীতে আইন নিয়ে পড়তে চায় । তারপর একজন প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে সাধারণ মানুষের ন্যায় পাইয়ে দেওয়াই তার লক্ষ্য । কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা । মেয়ের লক্ষ্য পূরণের আপ্রাণ চেষ্টার কথা জানিয়েও সামর্থ্যের দিক থেকে আশঙ্কা প্রকাশ করেছেন তার বাবা হারাধন সরকার । তিনি বলেন , ' মেয়ে উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে । তাতে আমি ভীষণ খুশি । খুবই কষ্ট করে সংসার খরচের পাশাপাশি তিন মেয়ের লেখাপড়ার খরচ চালাই । মেয়ের উচ্চশিক্ষায় সাহায্য পেলে উপকৃত হব ।' কাজলির কথায় , প্রত্যাশার মধ্যেই আমার উচ্চ মাধ্যমিকের ফল হয়েছে । আগামিতে আমি 'ল' নিয়ে পড়তে চাই । তারপর একজন প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য ।'

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments