Monday, April 29, 2024
Homeরাজ্যশুধু নেগেটিভ! এখানকার মিডিয়া বাংলার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু নেগেটিভ! এখানকার মিডিয়া বাংলার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

কোথাও কিছু একটা ঘটনা ঘটলেই বাংলার সংবাদমাধ্যম নিজের মত করে মতামত দেওয়ার চেষ্টা করছে। তদন্ত হওয়ার আগেই সেই ঘটনা নিয়ে রীতিমত আলোচনা বসে যায়। ঘটনা কী ঘটেছে, সেটা জানা দরকার। অনেক সময় পুলিসও বলে, তদন্ত প্রয়োজন। কিন্তু সংবাদমাধ্যম তার আগেই মতামত দিয়ে দেয় এখানকার মিডিয়া বাংলার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। সোমবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মমতা বলেন,  শুধু নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। সারাদিন কুৎসা আর অপপ্রচার। বাংলার মিডিয়ায় বাংলাকে হেনস্থা করছে। বাংলার সামাজিক সুরক্ষায় সারা বিশ্বের মধ্যে এক নম্বরে রয়েছে। অথচ একটা চকলেট বোমা পড়লেই বড় করে দেখানো হচ্ছে। সারাদিন সেটা নিয়ে আলোচনা চলছে। সহ্য করি মানে এটা নয়, সমস্ত সীমা ছাড়িয়ে যাবেন। বাংলার সম্মান নষ্ট হতে দেব না, প্রয়োজনে জীবন দেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments