Friday, April 26, 2024
Homeবিনোদনলতা মঙ্গেশকর এখন স্থিতিশীল! মিথ্যে খবর না ছড়ানোর অনুরোধ মুখপাত্রের

লতা মঙ্গেশকর এখন স্থিতিশীল! মিথ্যে খবর না ছড়ানোর অনুরোধ মুখপাত্রের

বছরের শুরুতেই কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তী সংগীতশিল্পী, Nightingale of India লতা মঙ্গেশকর। কোভিডের পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছিলেন শিল্পী। ফলে তাঁকে ICU-তে রেখে চিকিত্‌সা করারই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিনই তাঁর অসংখ্য ভক্ত অপেক্ষায় থাকতেন গায়িকা কেমন আছেন তা জানার জন্য। এরই মধ্যে নানা গুজবও উড়ছে হাওয়ায়। সেই সব নিয়েই মুখ খুললেন লতা মঙ্গেশকরের মুখপাত্র। জানালেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের Intensive Care Unit-এই চিকিত্‌সাধীন কিংবদন্তী। একই সঙ্গে তিনি প্রত্যেককে অনুরোধ করেন যাতে কোনও মিথ্যে খবরে কেউ কান না দেন এবং এই কঠিন সময়ে মঙ্গেশকর পরিবারের প্রাইভেসি নষ্ট না করার। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিত্‌সক প্রতীত সামদানির তত্ত্বাবধানেই চিকিত্‌সা চলছে লতা মঙ্গেশকরের। প্রসঙ্গত, সপ্তাহের শুরুতেই জোর গুজব রটেছিল, দ্রুত অবনতি হচ্চে Lata Mangeshkar-এর শারীরিক অবস্থার। তখনও তাঁর মুখপাত্র জানান, ‘লতা দিদি স্টেবল আছেন, যোগ্য চিকিত্‌সকদের চিকিত্‌সায় সাড়া দিচ্ছিন।’

কিছুদিন আগেই লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে বলতে গিয়ে আশা ভোঁসলে বলেন, ‘হাসপাতালে আমাদের কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আমি একবার গেছিলাম দিদিকে দেখতে। কিন্তু, আমাকে কম্পাউন্ডের ভিতরেই ঢুকতে দেওয়া হয়নি। কোভিড অতিমারির কারণে কড়া বিধিনিষেধ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।’
বলিউডকে সমৃদ্ধ করেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments