Tuesday, April 30, 2024
HomeBreaking newsশিলিগুড়ি মাটিগাড়া থানা‌ থেকে উধাও ৭৫ গ্রাম ব্রাউন‌ সুগার, ২০ বোতল‌ কাফ...

শিলিগুড়ি মাটিগাড়া থানা‌ থেকে উধাও ৭৫ গ্রাম ব্রাউন‌ সুগার, ২০ বোতল‌ কাফ সিরাপ‌

শিলিগুড়ির মাটিগাড়া থানা‌ থেকে উধাও হয়ে গেল ৭৫ গ্রাম ব্রাউন‌ সুগার ও ২০ বোতল‌ কাফ সিরাপ‌। পুলিশের কাছ‌ থেকে কিভাবে এই মাদকদ্রব্য উধাও হল তা‌ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল‌ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শুক্রবার বিষয়টি হাইকোর্টের নজরে‌ আসতেই‌ এই ঘটনার উপযুক্ত তদন্তের নির্দেশ দেন বিচারক। আগামী ১০ দিনের মধ্যে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট পেশ করার‌ নির্দেশ দেওয়া হয় উত্তরবঙ্গ পুলিশের এডিজি‌-কে। হাইকোর্টের

আইনজীবী বিশ্বরূপ রায় বলেন, ২০২১ সালে দুজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার‌ পুলিশ। তাদের কাছ থেকে ২৬৫ গ্রাম ব্রাউন‌ সুগার ও ২২ বোতল‌ কাফ সিরাপ‌ বাজেয়াপ্ত করা হয়। যদিও পরবর্তীতে যখন শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের‌ কাছে সেগুলো পেশ‌ করেন তদন্তকারী অফিসার তখন দেখা যায় সেখানে ১৯০ গ্রাম ব্রাউন‌ সুগার ও‌ ২ বোতল‌ কাফ সিরাপ রয়েছে। বাকি ৭৫ গ্রাম ব্রাউন‌ সুগার ও ২০ বোতল‌ কাফ সিরাপ‌ কোথায় গেল‌ তার কোন‌ও হদিস মেলেনি। এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দশ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার‌ নির্দেশ দিয়েছে হাইকোর্টের‌ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments