Monday, May 6, 2024
Homeদেশদেশের সর্বোচ্চস্তরের সুরক্ষাবলয় Z+ শ্রেণির নিরাপত্তা পেলেন নিশীথ প্রামানিক

দেশের সর্বোচ্চস্তরের সুরক্ষাবলয় Z+ শ্রেণির নিরাপত্তা পেলেন নিশীথ প্রামানিক

আরও বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সুরক্ষার বহর। এবার থেকে জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পাবেন কোচবিহারের সাংসদ তথা মন্ত্রী। এতদিন জেড শ্রেণির নিরাপত্তা পেতেন তিনি। পঞ্চায়েত ভোটের মুখে নিশীথ প্রামাণিকের নিরাপত্তা বৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দেশের সর্বোচ্চস্তরের সুরক্ষাবলয় হল জেড প্লাস শ্রেণির। এই শ্রেণির সুরক্ষায় একজন ব্যক্তির জন্য সর্বক্ষণ ৫৫ জন নিরাপত্তারক্ষী থাকেন। তাদের মধ্যে ১০ জনের বেশি থাকেন NSG কম্যান্ডো। তার বাইরে থাকে পুলিশের ঘেরাটোপ। সম্প্রতি নিশীথ প্রামাণিকের ওপর কোচবিহারে একাধিক হামলার অভিযোগ উঠেছে। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সম্প্রতি তাঁর গাড়ি লক্ষ্য করে তির ছোড়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। তার ওপরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। প্রায় রোজই ঝরছে রক্ত। সব দিন বিচার করে কেন্দ্র নিশীথের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের গুরুত্বপূর্ন ব্যক্তিবিশেষকে নিরাপত্তা দেওয়ার জন্য আছে চারটি ক্যাটাগরি বা শ্রেণী। এই চারটি শ্রেণীতে গুরুত্বপূর্ন ব্যক্তিদের ভাগ করে নেওয়া হয় প্রথমে। তারপর শ্রেণী অনুযায়ী দেওয়া হয় তাদের নিরাপত্তা। এই চারটি শ্রেণী হল, Z+ শ্রেণী, Z শ্রেণী, Y শ্রেণী এবং X শ্রেণী।অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের।যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীসভার গুরুত্বপূর্ন মন্ত্রীরা। এইসব গুরুত্বপূর্ন ব্যক্তিদের সমস্ত জায়গার সফরে দেওয়া হয় এই বিশেষ নিরাপত্তা।

Z+ নিরাপত্তা হল ভারতের কোন ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ স্তরের নিরাপত্তা। এই পর্যায়ের নিরাপত্তা বলয়ে ৫৫ জনের মতো নিরাপত্তাকর্মী বিশেষ ব্যক্তির নিরাপত্তায় নিযুক্ত থাকে। যাদের মধ্যে ১০ জনের বেশি থাকে NSG কমান্ডো এবং বাকিরা হয় পুলিশ বাহিনীর বিশেষ দক্ষ নিরাপত্তা কর্মী।এই নিরাপত্তায় যেসব NSG কমান্ডো থাকে তারা প্রত্যেকেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালাতে দক্ষ এবং মার্শাল আর্টে এবং হাতিয়ার ছাড়া লড়াই করতেও তারা উচ্চ প্রশিক্ষিত।এই সমস্ত কমান্ডোদের কাছে থাকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।যেমন MP5 বন্দুক এবং তাছাড়াও থাকে প্রযুক্তিগত উন্নত মানের যোগাযোগ রক্ষাকারী যন্ত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments