Friday, April 19, 2024
Homeধুপগুড়িবেশ কয়েক বিঘা জমির ফসল নষ্ট করল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ চাষীদের

বেশ কয়েক বিঘা জমির ফসল নষ্ট করল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ চাষীদের

ফুলকপি, লংকা ও কুন্দুলি ফসল নষ্ট করল একশ্রেণীর দুস্কৃতি। ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ডাঙ্গাপাড়া ও কাজিপাড়া এলাকার ঘটনা।

জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও সকালে জমিতে ফসল দেখতে যান কৃষকরা। এরপর দেখেন জমির বেশ কিছু জায়গায় ফসল নষ্ট করেছে দূষ্কৃতিরা। দেখা যায়
ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মনপ্রসাদ রায়, মহিম রায় ও সুনীল রায়ের ফুলকপির ক্ষেত নষ্ট করেছে। অন্যদিকে পরমেশ রায়ের কুন্দুলি ক্ষেত নষ্ট করেছে। পাশাপাশি কাজীপাড়া এলাকার বাসিন্দা সুজন দাসের লংকা ক্ষেত নষ্ট করেছে। ঘটনায় হতবাক তারা। কেননা ফসল বিক্রি করে লাভের আশায় ছিলেন তারা। কিন্তু রাতের অন্ধকারে হয়তো কেউ বা কারা তাদের ফসল নষ্ট করে দিয়েছে এমনটাই অভিযোগ তাদের।
বর্তমানে যথেষ্ট দাম শাক সবজির। আর সবজি বিক্রি করে ভালো লাভবান কৃষকরা। কিন্তু একশ্রেণীর মানুষ কৃষকের ফসল নষ্ট করছে। এর আগেও খলাইগ্রাম সহ বেশ কিছু এলাকায় কৃষকদের ফসল নষ্ট করেছিল দুষ্কৃতীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments