Friday, May 3, 2024
HomeBreaking newsরাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেল জয়ী অমর্ত্য সেন

রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেল জয়ী অমর্ত্য সেন

বঙ্গ বিভূষণ (Banga Bibhusan) সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন নোবেলজয়ী। এখনই ফিরছেন না দেশে। তাই রাজ্য সরকার প্রদত্ত এই সম্মান নিচ্ছেন না তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন চলতি বছরে বঙ্গ বিভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফে। উল্লেখ্য, পুরস্কার না নেওয়ার কোনও সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি নোবেলজয়ীর তরফে।

আগামীকাল অর্থাৎ সোমবারই রয়েছে সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান অনুষ্ঠান। শুধু নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকেই নয়, এই সম্মান প্রদান অনুষ্ঠানে আরেক বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও (Abhijit Vinayak Banerjee) বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার কথা সরকারের তরফে জানানো হয়েছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই সম্মান গ্রহণে কোনও আপত্তি জানাননি। তিনিও এই মুহূর্তে বিদেশে রয়েছেন। উল্লেখ্য, সশরীরে উপস্থিত না থেকেও ভার্চুয়াল মাধ্যমেও এই সম্মান গ্রহণের ব্যবস্থা রয়েছে। তবে কী কারণে অর্মত্য সেন এই সম্মান গ্রহণ করলেন না তা স্পষ্ট নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments