Friday, May 3, 2024
Homeআন্তর্জাতিকরাজকীয় অভ্যর্থনা! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদির

রাজকীয় অভ্যর্থনা! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদির

বিদেশ: আমেরিকায় ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, ‘বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’। তিনদিনের মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসের আতিথেয়তায় অভিভূত তিনি।

রাজকীয় অভ্যর্থনার পাশাপাশি হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন মোদি। আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণও জানিয়েছিল বাইডেন সরকার। বৃহস্পতিবার সেই মঞ্চেই ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই ভারতের উন্নতি এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের জয়গান।

মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভরশীল। দুই দেশের সংবিধানই শুরু হয় ‘উই দ্য পিপল’ শব্দবন্ধ দিয়ে। দুই জাতিই নিজেদের বৈচিত্র্যের জন্য গর্ব অনুভব করে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments