Thursday, March 28, 2024
Homeআবহাওয়ালক্ষীপূজা কি বৃষ্টিতে ভাসতে চলেছে? কি বলছে আবহাওয়া

লক্ষীপূজা কি বৃষ্টিতে ভাসতে চলেছে? কি বলছে আবহাওয়া

মাঝে মাঝে আকাশের মুখ ভার দেখে দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোতেও বৃষ্টি ভোগাবে কি না তা নিয়ে চিন্তিত গৃহস্থ, পুজো উদ্যোক্তা থেকে খুচরো বিক্রেতা সকলে৷ আবহাওয়া অফিসের পূর্বাভাসে কলকাতা বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম জোরালো বার্তা না থাকলেও আশঙ্কা থাকছেই৷ যা চিন্তার ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট৷ রবিবার লক্ষ্মী পুজো৷ আজ, শুক্রবার থেকেই পুজোর বিকিকিনি শুরু হয়ে যাওয়ার কথা৷ 

গত দুবছর করোনা অতিমারির জেরে নাজেহাল ছিলেন মানুষ৷ দোকানপাট, অফিস-কাছারি বন্ধ ছিল৷ পকেটে টান পড়েছিল মধ্যবিত্তের৷ ফলে মার খেয়েছিল ব্যবসা বাণিজ্য৷ এবার আবহাওয়ার খামখেয়ালি ছাড়া দুর্গা পুজোর বাজার ভালোই ছিল৷ ফলে এবার লক্ষ্মী পুজোতে লক্ষ্মী লাভের আশায় আছেন ব্যবসায়ীরা৷ সেখানে এই খবর মন খারাপ করা৷ তবে রাজ্যজুড়ে একইরকম আবহাওয়ার খামখেয়ালিপনা থাকবে না৷ শহর কলকাতা এর থেকে রক্ষা পেতে পারে৷ 

অন্তত এখনও পর্যন্ত আবহাওয়ার যে গতিপ্রকৃতি তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে৷ হাল্কা বৃষ্টি চলবে৷ তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ও তাপমাত্রা বাড়বে৷ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে৷ কলকাতায় শুক্রবার আবহাওয়া আংশিক মেঘলা আকাশ৷ বজ্র বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা৷ 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments