Saturday, April 27, 2024
Homeরাজ্যরাইস মিল নাকি গাড়িশালা? কি কি গাড়ি মিলল অনুব্রত মণ্ডলের রাইসমিলে দেখুন

রাইস মিল নাকি গাড়িশালা? কি কি গাড়ি মিলল অনুব্রত মণ্ডলের রাইসমিলে দেখুন

রাইস মিল নাকি গাড়িশালা? অনুব্রত মণ্ডলের বোলপুরের রাইস মিলে ঢুকে চক্ষু চড়কগাছ দুঁদে সিবিআই আধিকারিকদের। গাড়িগুলি শুধুই রাইস মিলে রাখা থাকত নাকি গরু পাচারে কাজে লাগানো হত সেগুলি, তাই এখন খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুক্রবার সকাল ঘড়ির কাঁটায় তখন ১০টা ১০ মিনিট। বোলপুরের রাইস মিলের সামনে গিয়ে পৌঁছন সিবিআই আধিকারিকরা। রাইস মিলের সামনে পৌঁছনোর প্রায় ৪০ মিনিট পর রাইস মিলের ভিতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ৭০ বিঘা জমির উপর ভোলে ব্যোম রাইস মিলটি অবস্থিত। জানা গিয়েছে, হারাধন মণ্ডল নামে এক ব্যক্তি প্রথমে এই রাইস মিলের মালিক ছিলেন। সম্ভবত ২০১৮ সাল নাগাদ ওই রাইস মিলটি হস্তান্তরিত হয়। সূত্রের খবর, বর্তমানে রাইস মিলের দলিলে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি এবং মেয়ে সুকন্যার।

সিবিআই সূত্রে খবর, WB54U6666 নম্বর প্লেটওয়ালা Ford Endeavour পাওয়া গিয়েছে। ওই গাড়িটির মালিক ব্যবসায়ী প্রবীর মণ্ডল। ৪৬ লক্ষ টাকা দিয়ে ওই গাড়িটি ব্যবসায়ী কিনেছিলেন বলেই দাবি। ২০১৮ সালে বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটি অনুব্রত মণ্ডলকে দিয়েছিলেন বলেই বিস্ফোরক দাবি করেন ব্যবসায়ী। গাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো ছিল।

রাইস মিল থেকে পাওয়া গিয়েছে একটি হুড খোলা Mahindra Thar। গাড়িটির নম্বর WB4B6966। এই গাড়িটির মালিক অনুব্রতর আপ্তসহায়ক অর্ক দত্ত। মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments