Monday, April 29, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়ি বিডিও অফিসে দুটি নতুন কক্ষের উদ্বোধন

ময়নাগুড়ি বিডিও অফিসে দুটি নতুন কক্ষের উদ্বোধন

ময়নাগুড়ি, ১০ ডিসেম্বর :

ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি ও ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের যৌথ সহযোগিতায় ময়নাগুড়ি বিডিও অফিসে দুটি কক্ষের উদ্বোধন করা হলো শুক্রবার। যার মধ্যে একটি হল কনফারেন্স রুম ও একটি সভা কক্ষ । যার নামকরণ করা হয়েছে জর্দা ও ধরলা নামে। সেই সঙ্গে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির অফিস রুমের উদ্বোধনও করা হয় এদিন। এই কক্ষের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, বিশিষ্ট সমাজসেবী মহুয়া গোপ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিদায়ী প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা তুলে দেওয়া হয়। এদিন ময়নাগুড়ির প্রধান সজল বিশ্বাস, মৌসুমী সেন, মিতু চক্রবর্তী সহ নমিতা গুহ ঠাকুরকে বিদায়ী সম্বর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বি ডি ও শুভ্র নন্দী, ময়নাগুড়ি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া,ব বিশিষ্ট সমাজসেবী মহুয়া গোপ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঝুলন সান্যাল, সদস্য মনোজ রায়, বিএমওএইচ লাকি দেওয়ান সহ অন্যান্যরা। এই কনফারেন্স রুম সভা কক্ষ এতটাই সুন্দর যে এতটাই সুন্দর হয়েছে তার প্রশংসা করেছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। তিনি বলেন, " এই কক্ষ এবং কনফারেন্স রুমের মাধ্যমে এখন থেকে সরকারি মিটিং বা অন্য কোন অনুষ্ঠান গুলি করতে অনেক সুবিধা হবে। "

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments