Tuesday, April 30, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়ি পৌরসভাকে ঢেলে সাজানোর বার্তা প্রাক্তন মন্ত্রীর

ময়নাগুড়ি পৌরসভাকে ঢেলে সাজানোর বার্তা প্রাক্তন মন্ত্রীর

ময়নাগুড়ি পৌরসভার তৃণমূল প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ময়নাগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : ময়নাগুড়ি পুরো ভোট হাতে গোনা আর কয়েকটা দিন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ভোট যুদ্ধের প্রচার তুঙ্গে। এবার ময়নাগুড়ি পুরো সভার তৃণমূল প্রার্থীদের সমর্থন জানিয়ে প্রচারে আসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। শনিবার ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচারে আসেন তিনি। এদিন তিনি ময়নাগুড়ির বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে আসেন। এদিন ময়নাগুড়ির সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভা করেন তিনি। এদিনের এই নির্বাচনী প্রচারে গৌতম দেবের সাথে ছিলেন তৃণমূল প্রার্থী অনন্ত দেব অধিকারী, দুলাল দেবনাথ, মনোজ রায়, শিব শঙ্কর দত্ত, ঝুলন সান্যাল সহ নেতৃত্বরা। এদিনের নির্বাচনী প্রচারে এসে ময়নাগুড়ি পৌরসভাকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি। এছাড়াও ময়নাগুড়ির পেটকাটি ১ নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি পেটকাটি মন্দিরকে নতুন ভাবে সংস্কার করার কথা বলেন। এমনকি তিনি পেটকাটি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন এবং বলেন, বাংলা নতুন বছর শুরু হওয়ার আগেই মন্দিরের কাজের শিল্যান্যাস হবে। আর সেই শিল্যান্যাস অনুষ্ঠানে নিজে হাজির থাকবেন। এছাড়াও ময়নাগুড়ির জ্বলন্ত পানীয় জল, ড্রেন, লাইট, কালভার্ট সমস্যা সমাধান হবে বলেও তিনি জানান। রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন মূলক কাজ তথা ময়নাগুড়ির উন্নয়ন গুলিকে পুনরায় মনে করিয়ে দেন গৌতম বাবু। গৌতম দেব বলেন, " ময়নাগুড়ি পৌরসভার অনেক উন্নয়ন করা হবে। আমি পেটকাটি মায়ের মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম কিন্তূ নির্বাচন আসায় তা সম্ভব হয়নি। আমি কথা দিচ্ছি, বাংলা বৈশাখ মাসের আগেই এই মন্দিরের ভিত্তি প্রস্তর নির্মাণের শিল্যান্যাস হবে। আর সেই শিল্যান্যাস অনুষ্ঠানে আমি নিজে হাজির থাকবো। " এদিন তিনি পঞ্চায়েত এলাকা এবং পৌর এলাকার মধ্যে উন্নয়নের পার্থক্য তুলে ধরেন । তিনি বলেন, " পৌরসভা এলাকায় বিভিন্ন ভাবে উন্নয়ন হবে। এলাকার রাস্তা ঘাট, জল নিকাশি ব্যবস্থা, কালভার্ট, পানীয় জল সহ আলোর ব্যবস্থা করা হবে। তাই আমি মানুষকে বলবো ময়নাগুড়ির সকল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় যুক্ত করুন আর ময়নাগুড়ি পৌরসভার উন্নয়নকে বজায় রাখুন।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments