Saturday, April 27, 2024
Homeনদীয়াচাষের জমির আলের ওপর রক্ত ও গঙ্গার পাড়ে বাইক পড়ে থাকায় চাঞ্চল্য...

চাষের জমির আলের ওপর রক্ত ও গঙ্গার পাড়ে বাইক পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল

চাষের জমির আলের ওপর রক্ত ও গঙ্গার পাড়ে বাইক পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার গয়েশপুর অঞ্চলের টেংড়ি ডাঙা গ্ৰামের গঙ্গার ঘাটে।ঘটনার বিবরণে জানা যায় ওই মোটর বাইকটি শান্তিপুর সুত্রাগর তালদীঘি লেনের বাসিন্দা পেশায় প্রোমোটার বিপ্লব ঘোষের।স্থানীয় সূত্রে খবর বিপ্লব ঘোষ ওরফে সিধু গতকাল থেকে নিখোঁজ ছিল।গঙ্গার পারে রক্তের দাগ,চুল এবং বিপ্লব ঘোষের বাইক পাওয়া যাওয়ায় বিপ্লবের নিকট নিকটাত্মীয়দের দাবি,বিপ্লবকে খুন করে তাঁর দেহ পাচার করা হয়েছে অথবা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে।কিন্তু কি কারণে এই খুন সে বিষয়ে সন্দিহান অনেকেই।তবে যতক্ষণ না বিপ্লব ঘোষের দেহ উদ্ধার হচ্ছে ততক্ষন পর্যন্ত কিছু বলতে নারাজ পুলিশ।ইতিমধ্যেই বিপ্লবের দেহের খোঁজে ডুবুরি নামান হয়েছে গঙ্গায়।এই ঘটনার জেরে গয়েশপুর গঙ্গার ঘাটে প্রচুর কৌতুহলী মানুষের ভিড়।বিপ্লব ঘোষ আদৌ খুন হয়েছে? না এর পেছনে অন্য কোন রহস্য আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে শান্তিপুর থানা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments