Friday, May 3, 2024
Homeকোচবিহারপ্রথম বিবাহ বার্ষিকীতে দুঃস্থদের পাশে নিয়ে আনন্দ আয়োজন করল কোচবিহারের দম্পতি

প্রথম বিবাহ বার্ষিকীতে দুঃস্থদের পাশে নিয়ে আনন্দ আয়োজন করল কোচবিহারের দম্পতি

বিবাহ বার্ষিকী অনেকেই অনেক ভাবে পালন করে থাকেন। আড়ম্বর করেই সাধারণত এই দিনটি পালিত হয়। কিন্তু ঠিক উল্টোটাই করলেন কোচবিহারের দম্পতি রাজা বৈদ্য এবং স্ত্রী দেবস্মিতা চক্রবর্তী। তারা তাদের প্রথম বিবাহ বার্ষিক পালন করল দুস্থ মানুষ এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে। ৭ ই ফেব্রুয়ারি কোচবিহারের ফাঁসিরঘাট এলাকায় তোরসা নদীর চরে এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠান আয়োজিত হয়।

সেখানে দুস্থ মানুষদের দুপুরের আহারে ব্যবস্থা করেন তারা। এর আগেও নিজের জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানে সামাজিকতার বার্তা দিয়েছিলেন রাজা বৈদ্য।
নিজের প্রথম বিবাহ বার্ষিকী নিয়ে রাজা বৈদ্য জানিয়েছেন, দুস্থ মানুষদের সাথে নিয়ে প্রথম বিবাহ বার্ষিকী পালন করলাম খুব ভালো লাগছে। এই শীতকালীন সময়টায় যারা নৌকা চালিয়ে সংসার চালায় তাদের কাজ কর্ম থাকে না, নদী পারাপারের জন্য নৌকা বন্ধ থাকায় তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এই বিশেষ দিনে বাদ পড়ল না নৌকার মাঝিরাও, তাদের নৌকা ভাড়া নিয়ে সেটিকেও এই অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করা হয়েছে যাতে মাঝিরাও কিছু টাকা রোজগার করতে পারে বলে জানান রাজা বৈদ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments