Tuesday, April 30, 2024
HomeBreaking newsমালদার রতুয়ায় নাবালক খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

মালদার রতুয়ায় নাবালক খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

মালদা: ছত্রিশ ঘন্টার মাথায় মালদহের রতুয়ায় নাবালক খুনের ঘটনার দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ। সোমবার অভিযুক্তদের ৭ দিন পুলিশ হেফাজত চেয়ে চাঁচোল মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তরা হল নির্মল মন্ডল(মাক্ষি) ২৩ কানাই মন্ডল (২০) এদের দু,জনের বাড়ি রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর গ্রামে। উল্লেখ্য, শনিবার সকালে রতুয়ার মনিপুর এলাকার এক জলাশয় থেকে ১২ বছর বয়সের আকাশ ভগত নামের এক নাবালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। তার বাড়ি মনিপুর গ্রামেই। বাবা জগ্গু ভগত মা রুপালি ভগত। তিন ভাইয়ের মধ্যে আকাশ সবার ছোট।পরিবার সূত্রে জানা গিয়েছিল কদিন ধরে ওই গ্রামের ভাদুরাম মন্ডলের বাড়িতে মনসা গানের আসর চলছিল। শুক্রবার রাতে খাবার খেয়ে সেই আসরে যায় আকাশ। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। শেষ পর্যন্ত শনিবার সকালে মনিপুর এলাকার এক জলাশয় থেকে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।রতুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করে প্রাথমিকভাবে আকাশের কয়েকজন বন্ধুর নাম উঠে আসে।এবং তাদের মধ্যে নির্মল মন্ডল এবং কানাই মন্ডলকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে খুনের তদন্ত করতে গিয়ে ওই দুই অভিযুক্তের নাম উঠে আসে। রবিবার দুপুরে নির্মল মন্ডলকে তার বাড়ি রঘুনাথপুর থেকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি এদিন বিকেলে ইংলিশ বাজার থানার বাগবাড়ি থেকে কানাই মন্ডলকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে পুরনো শত্রুতার জেরে আকাশ ভগতকে খুন করা হয়েছিল।শুক্রবার ভোররাতে মনসা গানের আসর থেকে আকাশ ভগতকে জোর করে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়।তবে এই খুনের পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা,তা তদন্ত করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments