Tuesday, April 23, 2024
Homeউত্তর ২৪ পরগনাঅঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ,বিক্ষোভ অভিভাবকদের

অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ,বিক্ষোভ অভিভাবকদের

উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার হাঁসপুর মোরল ডাঙা কলোনী অঙ্গনওয়াড়ি সেন্টারে ঠিক মত আসেন না শিক্ষিকা এমনিই অভিযোগ। শিক্ষিকার অবর্তমানে কচিকাচাদের পড়াচ্ছেন রান্নার মহিলা। এবং নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে।এমনি অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। এদিন বেশ কিছু সময় বিক্ষোভ দেখান তারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার হাঁসপুর মোরল ডাঙা কলোনী অঙ্গনওয়াড়ি স্কুলে।

অভিভাবকদের দাবি স্কুল শিক্ষিকা ঠিকমতো স্কুলে আসেন না স্কুলে আসলেও দুই এক ঘণ্টা থেকে স্কুল থেকে চলে যান তার । শিক্ষিকার অবর্তমানে বাচ্চাদের পড়ান রান্নার মহিলা। পাশাপাশি প্রচন্ড নিম্নমানের খাবার দেওয়া অভিযোগ তুলছেন তারা । অভিবাবকদের দাবি অনেক সময় খাবারের মধ্যে পোকাও পাওয়া যাচ্ছে স্থানীয়রা বলছেন শিক্ষিকা ঠিক মতো স্কুলে না আসায় পড়ুয়াদের স্কুলে পাঠাতেও ভয় হয় তারা চাইছেন সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করা হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments