Wednesday, April 24, 2024
Homeআলিপুরদুয়াররুদ্রাক্স পারফর্মিং আর্টস সেন্টারের উদ্যোগে বর্ষবরণের আয়োজন

রুদ্রাক্স পারফর্মিং আর্টস সেন্টারের উদ্যোগে বর্ষবরণের আয়োজন

১৪৩০ নতুন বর্ষকে বরণ করে নিল সমগ্র বাঙালি। বর্ষবরণের এই বিশেষ দিনে পিছিয়ে নেই শহর আলিপুরদুয়ার। শনিবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলা জুড়ে বর্ষবরণের নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেমনি রুদ্রাক্স পারফর্মিং আর্টস সেন্টারের উদ্যোগে বর্ষবরণের আয়োজন হয় আলিপুরদুয়ার মিউনিসিপালিটি হলে।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনের। বঙ্গরত্ন পরিমল দে , প্রমোদ নাথ, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিৎ মন্ডল, আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্চয় ঘোষ, মানবিক মুখের সম্পাদক রাতুল বিশ্বাস, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষে ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর শ্রীমতী দর্শনা সুব্বা,রুদ্রাক্স পারফর্মিং আর্টস সেন্টারের কর্নধার দেবজয়া সরকার।


এদিন সংগীত নৃত্যের মাধ্যমে বর্ষবরণের বিশেষ দিনটি পালিত হয়। এছাড়াও বিশিষ্ট গুনিজন বঙ্গরত্ন পরিমল দে, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিৎ মন্ডল, আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্চয় ঘোষ, মানবিক মুখের সম্পাদক রাতুল বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয় রুদ্রাক্স পারফর্মিং আর্টস সেন্টার এর পক্ষ থেকে।


অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী পূর্বাশা দাস ও একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নিলাঞ্জনা কাহালী এছাড়াও এসএসআর ইন্সটিটিউট অফ মিউজিক,
সঙ্গীতালয়ের নুপুর ভট্টাচার্য, বেবী কাহালী,সবিতা ব্যানার্জি র সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ সুন্দর সঙ্গীত এবং রুদ্রাক্স পারফর্মিং আর্টস সেন্টার এর ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments