Saturday, April 27, 2024
Homeআলিপুরদুয়ারমশার আতুরঘর আলিপুরদুয়ার NBSTC ডিপো,পরিষ্কার ও সচেতনতায় এগিয়ে এলো পৌরসভা

মশার আতুরঘর আলিপুরদুয়ার NBSTC ডিপো,পরিষ্কার ও সচেতনতায় এগিয়ে এলো পৌরসভা

আলিপুরদুয়ার:

আলিপুরদুয়ার:প্রতি বছর ডেঙ্গু নিয়ে বেশ ভালোই ভুগতে হয় আলিপুরদুয়ার জেলা কে । বিগত বছর গুলোতে বেশ কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই জেলার বিভিন্ন এলাকায়। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তার পরেও সরকারি দফতরে যে সচেতনতা নেই, তা আবারও প্রকট হল পুরসভার অভিযানে। আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে সপ্তাহে পাঁচ দিন ডেঙ্গু বিরোধী অভিযান চালানো হয় শহরের বিভিন্ন এলাকায় । শুক্রবার সকালে সেই অভিযানে ,আলিপুরদুয়ারস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপোতে গিয়ে দেখা গেল মারাত্মক অসচেতনতার ছবি। ডিপোর আনাচে কানাচে জমে রয়েছে গাড়ির বাতিল টায়ার। আর সেই টায়ারে দীর্ঘদিন ধরে জমে আছে জল। যা থেকে ডেঙ্গুর লার্ভা জন্ম নেবার এবং শহরে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি থেকেই যাচ্ছে। যদিও পুরসভার সচেতনতা এবং ডেঙ্গু বিরোধী অভিযান শহরে ডেঙ্গু রোধে সহায়ক হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments