Monday, April 29, 2024
HomeBreaking newsকাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর

প্রতিমুহূর্তে অপেক্ষা করে বিপদ। তা জানা সত্ত্বেও স্রেফ পেটের তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে সুন্দরবনের (Sundarban) ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী। সেটাই কাল হল। বাঘের হানায় প্রাণ গেল ওই মৎস্যজীবীর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম উপেন মণ্ডল। বয়স ৪১ বছর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার তিনজন মৎস্যজীবীর একটি দল কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলে। সতর্ক থাকা সত্ত্বেও শেষরক্ষা হল না। উপেন-সহ অন্যান্য মৎস্যজীবীরা কাঁকড়া ধরতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। অভিযোগ, সেই সময় একটি বাঘ উপেনের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে।

আতঙ্কে জঙ্গল থেকে পালিয়ে কোনও ক্রমে প্রাণ বাঁচান উপেনের সঙ্গীরা। তাঁরা জঙ্গল থেকে ফিরে খবর দেয় ব্যাঘ্র প্রকল্পের অফিসে। বাগনা বনদপ্তরের অফিস থেকে বেশ কয়েকজন কর্মী সঙ্গে সঙ্গে ছুটে যান ঘটনাস্থলে। মৃত অবস্থায় উপেনের দেহটি বনদপ্তর ও মৎস্যজীবীরা উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। উপাজর্নকারী সদস্যের এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাতজেলিয়া গ্রামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments