Monday, April 29, 2024
Homeরাজনীতিভোটের প্রচারে গিয়ে নানান সংলাপ বলে এবারে বিপদে 'জাত গোখরো'

ভোটের প্রচারে গিয়ে নানান সংলাপ বলে এবারে বিপদে ‘জাত গোখরো’

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়েরের মামলায় নয়া মোড়। এবার কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন জানালেন মিঠুন চক্রবর্তী। বুধবার এ মামলার পরবর্তী শুনানি। একুশের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’, ‘এক ছোবলেই ছবি’, ‘জাত গোখরো’-র মতে সংলাপ বলতে শোনা গিয়েছিল মিঠুনকে। এ নিয়ে মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। হাইকোর্টে আবেদনপত্রে মিঠুন জানিয়েছেন, এই সংলাপ বলার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে মিঠুনের বিরুদ্ধে। এই অভিযোগে সুপারস্টারের বিরুদ্ধে মানিকতলা থানায় FIR দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানিতে পুলিশের থেকে রিপোর্ট তলব করে শিয়ালদা এসিজেএম আদালত। মিঠুনের বিরুদ্ধে তদন্ত কতদূর অগ্রগতি হয়েছে, এ নিয়ে আদালত জানতে চায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তোলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জল্পনা ছড়ায় যে, বাংলায় BJP-র মুখ হতে পারেন মিঠুন। এই জল্পনার আবহে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হিসেবে নাম তোলেন মিঠুন। যার জেরে জল্পনা আরও জল-হাওয়া পায়। কিন্তু, BJP-র প্রার্থী তালিকায় মিঠুনের নাম না থাকায়, সেই জল্পনায় ইতি পড়ে। BJP-তে যোগদানের পর থেকেই একের পর এক রোড শো-তে ঝড় তুলেছেন মিঠুন। তাঁর মুখে শোনা গিয়েছিল, ‘আমি জলঢোড়াও নই, বেলেবড়াও নেই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’ রোড শোয়ে ফিল্মি সংলাপ বলতে দেখা যায় মিঠুনকে। ওই সংলাপ নিয়েই আপত্তি ওঠে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments