Friday, April 26, 2024
HomeBreaking newsভুটানে পাচারের আগে ডুয়ার্সের হাসিমারা এলাকা থেকে কোটি টাকার বন্যপ্রাণের দেহাংশ সহ...

ভুটানে পাচারের আগে ডুয়ার্সের হাসিমারা এলাকা থেকে কোটি টাকার বন্যপ্রাণের দেহাংশ সহ গ্রেপ্তার ১

গোপন সূত্রে অভিযান এর ভিত্তিতে সাফল্য বনদপ্তর এর।
রবিবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রের খবর পেয়ে জয়গাঁও থানার অন্তর্গত এশিয়ান হাইওয়ের ডুয়ার্স ঢাবা সংলগ্ন এলাকায় অভিযান চালায়, জয়গাঁও থানা ও বনদপ্তরের হ্যামিলটনগঞ্জ রেঞ্জ বন কর্মীরা। জানাগেছে এদিন অভিযানে উত্তর ২৪ পরগনার বিজয় রায় নামে এক ৩০ বর্ষীয় এক যুবককে আটক করে পুলিশ ও বনকর্মীরা। জানা গেছে ওই অভিযুক্ত যুবকের কাছ থেকে ১ টি ক্লাউডেট লেপার্ডের চামড়া, ৪ টি ভালুকের পিত্ত ও ৪৯৫ গ্রাম শুয়োপোকার ফাঙ্গাস উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা। প্রাথমিকভাবে অনুমান ওই বন্যপ্রাণের দেহাংশ গুলি ভুটান হয়ে চীনে প্রচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের অন্য পাণ্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বনদপ্তর। জানাগেছে আগামীকাল অভিযুক্তকে জেলা আদালতে পেশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে পুলিশ হেফাজতে নিতে চলেছে বনদপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ( পশ্চিম ) বিভাগের ডেপুটি ফিল্ড ডিরেক্টর প্রবীণ কাসওয়ান বলেন, অভিযুক্তকে আগামী কাল আদালতে পেশ করা হবে। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করা হবে এবং ঘটনায় অন্যান্য জড়িতদের খোঁজ নিয়ে তাদের খোঁজে তল্লাশি করা হবে। এর পরেই সমস্ত বিষয় বলা সম্ভব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments