Monday, April 29, 2024
Homeদিনহাটাবুড়িরহাট পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

বুড়িরহাট পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

রাহুল দেব বর্মন, দিনহাটা – পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আজ শুক্রবার সকাল ৮টা নাগাদ বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পটুয়ায়ডারা মাসান পথের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। ঘটনার বিবরণে এক স্থানীয় বাসিন্দা জানান আজ সকাল গ্রাম পঞ্চায়েতের তরফে ১০০ দিনের কাজে শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটি তাজা বোমা দেখতে পান। প্রথমত আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় নাজিরহাট ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমটি নিষ্ক্রিয় করার পর উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত বিধানসভা নির্বাচন শেষ হবার পর থেকেই বিভিন্ন জায়গায় মিলছে তাজা বোমা এর ফলে উদ্বিগ্ন প্রশাসন।

ট্রাফিক আইন ভেঙে ইচ্ছেমত শহরের অলিগলিতে চলাচল করছে টোটো

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছেমতন শহরের অলিগলিতে চলাচল করছে টোটো। সিগন্যাল না দেখিয়েই আচমকা বাঁক নিয়ে নেওয়ার ফলে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে প্রায় প্রতিদিনই। অবাধ যাতায়াত চলছেই। অভিযোগ, যাত্রী ছাড়া উদ্দেশ্যহীন ভাবে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে টোটো। ফলে ছোট পরিসরের রাস্তায় সবসময় যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও রাস্তার যেখানে সেখানে আচমকা দাঁড়িয়ে যাত্রী তোলার ফলেও ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। Continue Reading 

বুড়িরহাট পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

Patuayadara crematorium ghat adjacent to the fresh bomb in the area has caused a stir. Locals spotted a fresh bomb near the cremation ground at Patuaidara Masan Path in Burirhat Gram Panchayat No. 2 around 8am on Friday. In the details of the incident, a local resident said that this morning on behalf of the gram panchayat, he went to clear the forest near the cremation ground for 100 days and saw a fresh bomb.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments