Monday, April 29, 2024
Homeকোচবিহারবিবাহ বার্ষিকীতে ৫ শতাধিক দু:স্থ,অসহায় মানুষদের আহারের ব্যবস্থা ডা: অজয় মন্ডলের

বিবাহ বার্ষিকীতে ৫ শতাধিক দু:স্থ,অসহায় মানুষদের আহারের ব্যবস্থা ডা: অজয় মন্ডলের

নিজেদের নবম বিবাহ বার্ষিকীতে পাঁচ শতাধিক দু:স্থ অসহায় মানুষদের আহারের ব্যবস্থা করলেন বিশিস্ট চিকিৎসক অজয় মন্ডল

শহরের বোর্ডিং পাড়া মাঠে জন্মদিন পালন এবং আহারানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায় পেশায় চিকিৎসক হওয়া সত্তেও ডাক্তার অজয় মণ্ডল সারা বছর ধরে সমাজ সেবায় নিযুক্ত থাকেন। নিজেদের জন্মদিন হোক কিংবা বিবাহ বার্ষিকী এমনকি শুভ নববর্ষ, ঈদ, দুর্গাপূজার মতো বিশেষ দিনগুলিতে দুস্থ এবং অসহায় মানুষদের বস্ত্রদান,আহারের উপহার ব্যবস্থা করে থাকেন। একুশে এপ্রিল ছিল ডাক্তার অজয় মণ্ডল এবং তার স্ত্রী মধুমিতা মন্ডল এর নবম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে এলাকার পাঁচ শতাধিক অসহায় মানুষদের আহারের ব্যবস্থা করেন তিনি। রাতের বেলা ৫০ জন অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বোর্ডিং পাড়া মাঠে জন্মদিনের কেক কেটে উদযাপিত হয় বিবাহ বার্ষিকী। কবি সাহিত্যিক ক্রীড়া প্রেমী,সংস্কৃতি প্রেমী,অঙ্কন শিল্পী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডাক্তারবাবুর এই মানবিক উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন সকলেই।

ডাক্তার অজয় মণ্ডল বলেন,”আমাদের প্রথম বিবাহ বার্ষিকী থেকে আমরা দুস্থ এবং অসহায় মানুষদের আমরা খাবারের এর ব্যবস্থা করে আসছি। অনেক মানুষ যারা দুবেলা দুমুঠো না খেয়ে থাকেন,অনেক অসহায় পরিবার ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন না। আমাদের বিশেষ দিনগুলিতে যদি আমরা তাদের খাবারের ব্যবস্থা করি তাহলে তারা বেশ খুশি হয়। এছাড়াও সারা বছর ধরে মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আপনারাও আপনাদের বিশেষ দিনগুলিতে এভাবেই মানুষের সাহায্যে এগিয়ে আসুন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments