Friday, May 3, 2024
Homeরাজ্যবাংলায় করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী, বাড়ছে সুস্থতার হার

বাংলায় করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী, বাড়ছে সুস্থতার হার

রাজ্যের খবর:
রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। বাড়ছে সুস্থতার হারও। কিছুটা স্বস্তি দিয়ে রবিবারের থেকে কমল মৃত্যুর সংখ্যাও। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। রবিবার যা ছিল, ১১ হাজার ২৮৪ জন এবং করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, ১৭ হাজার ৮৫৬ জন। মৃত্যু হয়েছে ১৩১ জনের। একদিকে যেমন সুস্থতার হার বেড়েছে তেমনই কমেছে মৃত্যু সংখ্যাও।

রাজ্য জুড়ে চলছে শর্তসাপেক্ষে লকডাউন। ৩০শে মে পর্যন্ত লকডাউন এর মেয়াদ শেষ হতে না হতেই ১৬ ই জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে লকডাউন এর ফলে সুফল মিলেছে এটা বলা যেতেই পারে কারণ করোনার গ্রাফ নিম্নমুখী। পাশাপাশি সুস্থতার হার বাড়ছে।

করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া হল। খুচরো দোকানে কিছুটা ছাড় দেওয়া হল। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত খুচরো দোকান খোলা থাকবে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও নির্মাণ সংস্থা যদি নিজেদের কর্মীদের ভ্যাকসিন দিয়ে কাজ শুরু করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে। তবে দূরত্ববিধি মেনে চলতে হবে। আগামী ১৬ তারিখ পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। বাংলায় আপাতত বন্ধ থাকছে ট্রেন, বাস. মেট্রো পরিষেবা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments