Friday, May 3, 2024
Homeআলিপুরদুয়ারঅমরপুর অভিযানে প্রচুর চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তর

অমরপুর অভিযানে প্রচুর চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তর

আলিপুরদুয়ারঃ

চোরা কারবারিদের স্বর্গরাজ্য অমরপুর । কুমারগ্রামের অমরপুর এলাকায় অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল বন বিভাগ। এসএসবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ৭০ সিএফটি চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছেন বন বিভাগের কর্মীরা। বন বিভাগের কুমারগ্রাম, ভল্কা ও কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বন কর্মীরা অমরপুর গ্রামে অভিযানে নামেন। সঙ্গে নেওয়া হয় এসএসবির ৩৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। অভিযানে মেলে সাফল্যও। চোরাই কাঠের কারবার রুখতে লাগাতার এই ধরনের অভিযান চলবে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে। বাজেয়াপ্ত চোরাই কাঠের মূল্য লক্ষাধিক টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments