Friday, May 3, 2024
Homeময়নাগুড়িবর্ষার আগেই একদিনের বৃষ্টিতে জলমগ্ন ময়নাগুড়ি হুসলুডাঙ্গা বাজার

বর্ষার আগেই একদিনের বৃষ্টিতে জলমগ্ন ময়নাগুড়ি হুসলুডাঙ্গা বাজার

ময়নাগুড়ি, ২২ এপ্রিল : এখনো বর্ষা নামার প্রায় মাস দুয়েক বাকি। কিন্তূ তার আগেই সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে বাজার চত্বর। যার জেরে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী সহ পথ চলতি মানুষ। এমনই চিত্র ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের হুসলুডাঙ্গা বাজারের। তাই বর্ষার আগে দ্রুত বাজার রাস্তা ঘাট সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি হয় হুসলুডাঙ্গা বাজার। জেলা পরিষদের তত্বাবধানে এই হাট চলে। বাজারের উন্নয়নে কিছুটা উদ্যোগ নিলেও বেশ কিছু সমস্যা রয়েই গেছে বলে অভিযোগ। আর তাতেই বেশ বেগ পেতে হচ্ছে বাজারের স্থায়ী ব্যবসায়ীদের। নিকাশিনালার অভাবে বাজারের মধ্যে থাকা রাস্তায় জমছে জল। অনেক জায়গায় ডোবার আকার ধারণ করেছে। বর্ষার আগেই অল্প বৃষ্টিতে এই দৃশ্য হলে আসন্ন বর্ষায় ব্যাপক সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে বাজারের এক ব্যবসায়ী মনোরঞ্জন ঘোষ বলেন," এখনো বর্ষা নামে নাই তাতেই এই অবস্থা । বর্ষা নামলে আমরা ব্যবসা করতে পারবো কি না সন্দেহ। জলের কারণে আমাদের দোকানে খরিদ্দার আসেন না। ফলে সমস্যা হয়। আমরা চাই বর্ষার আগেই এই সমস্যা সমাধান হোক।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments