Saturday, April 27, 2024
Homeদক্ষিণ দিনাজপুরবংশীহারী থানা এলাকায় পর পর একাধিক চুরির ঘটনার কিনারা করল পুলিশ

বংশীহারী থানা এলাকায় পর পর একাধিক চুরির ঘটনার কিনারা করল পুলিশ

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায় পর পর একাধিক চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ইতিমধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ চোর। জানা যায় গ্রেপ্তার হওয়া চোরদের মধ্যে ২ চোর নাবালক।*
*ধৃতদের বয়স ১৩, ১৪ এবং ১৯ গোপন সূত্রের খবরে গভীর রাতে বংশীহারী থানার সমজপুর ও কুসকারি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।চুরির ঘটনার কিনারা হওয়ায় খুশি এলাকার মানুষজন। শুক্রবার ধৃতদের পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে একজনকে পুলিশের পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের সদর্থক ভূমিকা গ্রহণ কে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। পুলিশের প্রাথমিক অনুমান নেশার পয়সা জোগাড় করার জন্যই চুরির পথ বেছে নিয়েছিল ধৃতরা।

আরও খবর পড়ুন…..

নিশীথ প্রামাণিকের নামে ফালাকাটা থানায় এফআইআর করল যুব তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের নামে ফালাকাটা থানায় এফআইআর করল যুব তৃণমূল কংগ্রেস। কোভিভ বিধি অমান্য এবং উস্কানি বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটা থানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এর নামে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভব্রত দে। তিনি বলেন এদিন দুপুরে ফালাকাটা প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মীকে নিয়ে মাস্ক বিহীনভাবে রেলি করে কভিদ বিধি অমান্য, পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং উস্কানিমূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এরই প্রতিবাদে এদিন সন্ধ্যায় ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান যুব তৃণমূল নেতৃত্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments