Thursday, March 28, 2024
Homeঅন্যান্যCoCa Cola: এবার কোকা কোলা কোম্পানি কেনার ইচ্ছা প্রকাশ করলেন এলন মাস্ক,...

CoCa Cola: এবার কোকা কোলা কোম্পানি কেনার ইচ্ছা প্রকাশ করলেন এলন মাস্ক, তাতেই হইচই

আলোচনার কেন্দ্রবিন্দুতে এলন মাস্ক ( Elon Musk)। বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে Tesla CEO! তার কারণটা অজানা নয়। টেসলা CEO সাম্প্রতিককালে দাবি করেছেন, তিনি নাকি টুইটারের 100% শেয়ার কিনে নিয়েছেন। 44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের সঙ্গে চুক্তি হয়েছে টেসলা সিইও এলন মাস্কের। ভারতোয় মুদ্রায় ওই টার পরিমাণ প্রায় 37 হাজার কোটি। এমনকি, এও শোনা যাচ্ছে যে, টুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়ালকেও নাকি 341 কোটি টাকা দিতে হতে পারে এলন মাস্ককে ( Elon Musk)।

এরই মাঝে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মাস্ক। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে। ভাইরাল তাঁর টুইট। তবে এবার কিন্তু টুইটার নিয়ে নয়। টুইটারের পাশাপাশি, জনপ্রিয় বেভারেজ কোম্পানি কোকা-কোলা ( Coca Cola) কিনতে আগ্রহ প্রকাশ করলেন তিনি। তারপরেই তাঁর টুইট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷

ঠিক কী বলেছিলেন টেসলা সিইও ( Tesla CEO) এলন মাস্ক ( Elon Musk)? নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি টুইটার কিনতে চেয়ে পোস্ট করেন তিনি। কিন্তু বিষয়টি কোকা কোলা কিনে নিতে চাওয়ার কারণেও ছড়িয়ে পড়েনি। তার থেকেও বেশি করে ছড়িয়ে পড়েছে, কোকা কোলার কারণের জন্য। বা বলা ভালো কোকা কোলা ( Coca Cola) কেনার পিছনে যে উদ্দেশ্য মাস্ক দেখিয়েছেন সেটির জন্যেই ভাইরাল হয়েছে টুইট।

মাস্ক বলেছেন– তিনি কোকা কোলা কিনতে চান– কারণ তিনি কোকা-কোলায় পুনরায় কোকেইন ( Cocaine) ফিরত আনতে চান! চাঞ্চল্যকর এই দাবি নিয়েই হইচই পড়ে গিয়েছে টুইটারে।

বিষয়টা আদপে ঠিক কী? 1980 সাল পর্যন্ত কোকা কোলা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হত কোকা পাতা ( Coca Leaves)। এই কোকো পাতা কোকেইন তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা হত। বলা যায়, কোকাকোলা এবং কোকেইনের মধ্যে সাধারণ সাদৃশ্যের বিষয় ছিল এই কোকা পাতাই ( Coca Leaves)। মাস্ক কি তবে সেই কোকা পাতাই ফিরিয়ে আনতে চাইছেন? উঠছে প্রশ্ন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments