Thursday, April 25, 2024
Homeকলকাতাকলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো মনোবিদ ডক্টর হিরন্ময় সাহার লেখা বই ...

কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো মনোবিদ ডক্টর হিরন্ময় সাহার লেখা বই “২১ শেডস অফ টেগর”

২৯ আগস্ট বুকমার্ক পাবলিকেশনের পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হলো মনোবিদ ডক্টর হিরন্ময় সাহার লেখা বই ২১ শেডস অফ টেগর। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, শিক্ষাবিদ পবিত্র সরকার, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সংগীতশিল্পী ইন্দ্রানী সেন, এবং শিক্ষাবিদ ও নৃত্যশিল্পী মহুয়া মুখার্জি,। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কিত কিছু অজানা তথ্য ও মানুষ তিনি কেমন ছিলেন এই সব কিছু নিয়ে লেখা ২১ শেডস অফ টেগর।
আগেও তিনি দুটি বই লিখেছেন যা বিশ্বজুড়ে খ্যাতি ও অর্জন করেছে। ইংরেজি ভাষায় লেখা এই বই সম্পর্কে তিনি আশাবাদী যে এই বই আগামী প্রজন্মকে কবিগুরু সম্বন্ধে জানতে অনেকটাই সাহায্য করবে এবং ভারতবর্ষের বাইরে ও এই বই বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে সক্রিয় ভূমিকা নেবে জানালেন ডক্টর হিরন্ময় সাহা। এই বইটি বিভিন্ন বইয়ের স্টোর ও কলকাতার কলেজ স্ট্রিট অ্যামাজন প্লাটফর্মে পাওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments