Sunday, May 19, 2024
Homeরাজ্যআজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা বাংলা, চাকরি বাতিল মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা বাংলা, চাকরি বাতিল মামলার শুনানি

২৫ হাজার ৭৫৩ চাকরি বাতিল:সোমে দুপুর ২ টোর পর সুপ্রিম কোর্টে ফের শুনানি !

সুপ্রিম কোর্টের দিকে গোটা বাংলা তাকিয়ে রয়েছে।আজ, সোমবার ফের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ২০১৬ সালের প্যানেলের চাকরিহারা ২৫,৭৫৩ শিক্ষক-শিক্ষিকা। গত সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এসএসসি-র তরফে জানানো হয়েছিল, তারা যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে প্রস্তুত। যদিও প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন, ওএমআর শিটই যেখানে নষ্ট হয়ে গিয়েছে, সেখানে কীভাবে এই কাজ সম্ভব? যেখানে রাজ্যের তরফে বলা হয়েছিল, এর বিকল্প পথ রয়েছে।

প্রথম শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, “কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে এখনই কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। আগে পুরো মামলাটি শুনব।” তবে প্রথম দিনের শুনানিতে সেই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। আদালত নির্দেশ দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত সিবিআই কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। সেই নিষেধাজ্ঞার মেয়াদ রয়েছে সোমবার পর্যন্ত। কাজেই চাকরিহারা, চাকরি প্রার্থীদের পাশাপাশি এদিনের শুনানির দিকে যে রাজ্যের মন্ত্রী ও শাসক-বিরোধী রাজনৈতিক মহলও তাকিয়ে, তাও বলার অপেক্ষা রাখে না। আগামী সপ্তাহের সোমবার আবার এই মামলার শুনানি শোনানো হবে।

সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে যে মামলাগুলির সময় দেওয়া হয়েছে, সেই তালিকায় ৩০ নম্বরে রয়েছে এসএসসির মামলাটি। তাই ধারণা করা হচ্ছে, এই মামলার শুনানি হতে হতে দুপুর গড়িয়ে যাবে। মোটামুটি দুপুর ২ টোর পরই হতে পারে শুনানি। সোমবার সব যোগ্য চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন, যোগ্য-অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি? কারণ এর আগে অবস্থান বদল করেছে SSC ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments