Thursday, May 2, 2024
Homeখেলাধূলা"ফর্ম তো অস্থায়ী কিন্তু বিরাটের খেলার মান স্থায়ী", খারাপ সময়ে এবার পাশে...

“ফর্ম তো অস্থায়ী কিন্তু বিরাটের খেলার মান স্থায়ী”, খারাপ সময়ে এবার পাশে দাঁড়ালেন সুনীল গাভাস্কার

চারিদিকে বিরাট কোহলি কে নিয়ে যখন একের পর এক মন্তব্য, তিরস্কার,দলে থাকা নিয়ে উঠছে প্রশ্ন সে সময় তার পাশে তার হয়ে ব্যাটন ধরলেন সুনীল গাভাস্কার।একদিন আগে তিনি পাশে পেয়েছিলেন অধিনায়ককে। এবার এক কিংবদন্তিও পাশে দাঁড়ালেন বিরাট কোহলির (Virat Kohli)। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের খারাপ ফর্ম নিয়ে যতই লেখালেখি হোক, টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কোনওভাবেই বিরাট কোহলিকে বাদ দেওয়ার পক্ষে নন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ফর্ম তো অস্থায়ী কিন্তু বিরাটের খেলার মান স্থায়ী।

সমালোচকদের বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই জবাব দিয়েছেন গাভাসকর। লিটল মাস্টারের বক্তব্য, “রোহিত শর্মা (Rohit Sharma) রান না পেলে তো এত কথা হয় না। অন্য কোনও ব্যাটার রান না পেলে তো এত লেখালেখি হয় না। একজনকে নিয়েই এত কাটাছেঁড়া কেন?” গাভাসকরের মত, বিশ্বকাপের দল নিয়ে এখনই ভাবনার সময় আসেনি। তিনি বলছেন,”বিশ্বকাপের দল বাছাই এখনও দু’মাস বাকি। তার আগে এশিয়া কাপ (Asia Cup) আছে। এশিয়া কাপের ফর্ম দেখে নাহয় বিশ্বকাপের দল বাছাই করা যাবে। আমাদের নির্বাচকরা যথেষ্ট যোগ্য। ওদের উপর ভরসা রাখুন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments