Monday, April 29, 2024
Homeকোচবিহারকোচবিহারের সর্বপ্রাচীন তল্লি গাছে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন

কোচবিহারের সর্বপ্রাচীন তল্লি গাছে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন

কোচবিহারঃ

আজ রাখি বন্ধন উৎসব। সকাল থেকে কোচবিহার জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক নেতৃত্বে রাখি বন্ধন উৎসবে এগিয়ে এসেছেন। কোচবিহারের একসাথে ছবি সংগঠনের তরফ থেকে কোচবিহারের সর্বপ্রাচীন তল্লি গাছে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। তাদের কথায় সর্বপ্রাচীন এই তল্লী গাছগুলি দীর্ঘদিন থেকে কুচবিহারের জলবায়ু থেকে শুরু করে বৃষ্টিপাত কে নিয়ন্ত্রণ করে এসেছে, রক্ষা করে এসেছে। তাই তাদের কেউ রাখি বন্ধনে শামিল করা হয়েছে। কোচবিহারের প্রতিটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রাখিবন্ধন উৎসব হয়। কোচবিহার শহর কদমতলা এলাকায় রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার পৌরসভার মন্ডলীর সদস্য শুভজিৎ কুন্ডু, আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনই এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ কোচবিহার প্রেসক্লাবে সাংবাদিকদের কেউ রাখি পরানো হয়। রাখি পড়ানোর পাশাপাশি তাদের একটি করে মাস্ক উপহার দেয় এই স্বেচ্ছাসেবী সংগঠন। মাথাভাঙা মহাকুমার চৌপথি তে রাখি বন্ধন উৎসবে শামিল হওয়ার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। এছাড়াও ছোট খাটো বেশ কয়েকটি রাখি বন্ধন উৎসব পালিত হয় এদিন।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের, গড়বেতার বাঁশদা গ্রামের ঘটনা

নিউজ ডেস্কঃ
গড়বেতায় ডিভাইডারের ধাক্কা মেরে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল তিন যুবকের। আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার বাঁশদা গ্রামে।আজ দুপুরে গড়বেতার দেওয়ান গ্রাম থেকে বাঁকুড়ার বালিগুমা গ্রামে ফুটবল খেলতে যাচ্ছিল একটি টিম। গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ডিভাইডার এ ধাক্কা মেরে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। গ্রামবাসীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে গরবেতা থানার পুলিশ যায়। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রাখিতেও এবার রাজনীতির ছোঁয়া! মোদি মমতার ছবি রাখিতে

রাখিতেও এবার রাজনীতির ছোঁয়া! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবার রাখিতে। রাজনৈতিক লড়াইকে দূরে সরিয়ে এবার যেন বন্ধনের প্রতীক হিসেবে উঠে এল মোদী-মমতার ছবি।মোদী-মমতার ছবি দেওয়া রাখির চাহিদা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন জেলায় মোদী-মমতা রাখি দেদার বিক্রি হচ্ছে।

যদিও করোনা আবহে গত বছর থেকে রাজ্যে রাখি উৎসবকে ঘিরে খুব বেশী উৎসাহ নেই মানুষের মধ্যে। আর যাঁরা রাখি কিনছেন, তাঁরা দোকানের বদলে অনলাইনে কেনার উপরই জোর দিচ্ছেন। ফলে রাখির বাজার মন্দা। কিন্তু, মোদী-মমতার ছবি দেওয়া রাখি ঘিরে যেন কিছুটা লাভের মুখ দেখছেন বিক্রেতারা।

রায়গঞ্জ শহরের এক রাখি বিক্রেতা বলেন, ‘অনলাইনের দাপটে এবার ব্যবসায় ক্ষতি হয়েছে। ব্যবসায় লগ্নীকৃত অর্থটুকু ফেরত আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তবে আশার কথা, দেদার বিক্রি হচ্ছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখী।’

শুধু রায়গঞ্জ শহর বা উত্তর দিনাজপুর জেলা নয়, মালদা, নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলাতেই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত রাখি দেদার বিক্রি হচ্ছে বাজারে। মালদার ইংরেজবাজার শহরের চিত্তরঞ্জন বাজারের এক রাখি বিক্রেতা বলেন, ‘এবারে মোদি, মমতার রাখি খুব বেশি বিক্রি হচ্ছে। কেউ মোদির রাখি কিনছেন তো কেউ মমতার রাখি কিনছেন। আবার অনেকে একসঙ্গে মোদি, মমতা- দুজনেরই ছবি দেওয়া রাখি কিনছেন।’ মোদি, মমতার ছবি সম্বলিত রাখির দামও খুব বেশি নয়, ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। ফলে ক্রেতাদের মধ্যে এই রাখির চাহিদা তুঙ্গে

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী বাগযুদ্ধ ঘিরে সরগরম থাকে রাজনীতির ময়দান। কয়েক মাস আগে একুশের বিধানসভা নির্বাচনের সময় মমতা বনাম মোদী লড়াইয়ের সাক্ষী থেকে রাজনৈতিক মহল। এই প্রেক্ষাপটে মোদী ও মমতার ছবি যেভাবে রাখিতে জায়গা করে নিল, তা রীতিমতো নজর কেড়েছে সকলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments