Tuesday, April 30, 2024
Homeরাজ্যপ্রাথমিক নিয়োগ দুর্নীতি! চাকরি গেল ২৬৯ জনের, সব বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ।...

প্রাথমিক নিয়োগ দুর্নীতি! চাকরি গেল ২৬৯ জনের, সব বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ। এবার??

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি গেল ২৬৯ জনের। একই সঙ্গে বিপদ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর। একটি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সুপ্রিয় সরকার নামের একজন চাকরি পেয়েছিলেন। যদিও তাঁর নাম মেধাতালিকায় ছিল না। অতিরিক্ত একটি মেধা তালিকায় তাঁর নাম আসে। অনিয়ম করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। 

সব মিলিয়ে মোট ২৬৯ জন এমন শিক্ষকের নাম আসে। এদিন ২৬৯ জন শিক্ষকের অবিলম্বে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাঁরা যাতে কোনঅ ভাবেই স্কুলের মধ্যে প্রবেশ করতে না পারেন সংশ্লিষ্ট ডিআইকে তা নিশ্চিত করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালত এও বলেছে, ২৬৯ জন শিক্ষক যাঁরা এতদিন বেতন পেয়ে এসেছেন, তাঁদের সব বেতন ফিরিয়ে দিতেহবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments