Wednesday, May 8, 2024
Homeময়নাগুড়িপৌরসভার উদ্যোগে ফের একক ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জন অভিযান ময়নাগুড়িতে

পৌরসভার উদ্যোগে ফের একক ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জন অভিযান ময়নাগুড়িতে

ময়নাগুড়ি, ২২ ডিসেম্বর : রাজ্যে ৭৫ মাইক্রণের নিচে প্লাস্টিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তূ তা সত্বেও মানুষ তেমন ভাবে সজাগ হচ্ছেন না। এখনো বাজারের বেশ কিছু ব্যবসায়ী প্লাস্টিক ব্যবহার করছেন। ফলে রাজ্যের সুডা এর পক্ষ থেকে ডিসেম্বর মাসের ১২ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নানা ধরনের কর্মসূচি নিয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে ময়নাগুড়ি বাজারে একক ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জন এর অভিযান চালানো হল। এদিন উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং নির্মল সাথী প্রকল্পের কর্মীরা। এদিন ময়নাগুড়ি বাজারে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে প্লাস্টিক বর্জনের বিষয়টি জানান। সাধারণ মানুষকেও সজাগ থেকে এই প্লাস্টিক বর্জন করার বার্তা তুলে দেন পৌর প্রশাসন। এদিন এই প্লাস্টিক বর্জন অভিযান প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বলেন," রাজ্যের নির্দেশে ১২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগাতার একক ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জন নিয়ে মানুষকে সচেতন করতে হবে। তাই আমরা বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করছি। আমরা ময়নাগুড়ি বাজারে বিভিন্ন দোকানে ঘুরে মানুষকে সচেতন করলাম। এছাড়াও আমরা সাধারণ মানুষদেরকেও বার্তা দিতে চাই যে যদি কোনো ব্যবসায়ী প্লাস্টিক তুলে দেন তবে আপনারাও এর প্রতিবাদ জানাবেন। আপনারাও তা গ্রহণ করবেন না।" এই বিষয়ে ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, " একক ব্যবহার যোগ্য প্লাস্টিক অনেকেই বর্জন করেছেন। তবে এখনো প্রায় ৫-১০ শতাংশ ব্যবসায়ী এই প্লাস্টিক ব্যবহার করছেন বলে মনে হয়। তবে সেটাও বন্ধ হয়ে যাবে। পৌরসভার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।"

বাইট – অনন্ত দেব অধিকারী, চেয়ারম্যান , ময়নাগুড়ি পৌরসভা

সিদ্ধার্থ সরকার, সম্পাদক, নতুন বাজার ব্যবসায়ী সমিতি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments