Friday, April 19, 2024
Homeমালদাভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবীতে মালদা জেলা জুড়ে বিক্ষোভ

ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবীতে মালদা জেলা জুড়ে বিক্ষোভ

Uttorer Sangbad:- মালদা: ভ্যাকসিন নিয়ে কালোবাজারি বন্ধ, ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সহ একাধিক দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামল বাম ফ্রন্টের ছাত্র যুব শ্রমিক এবং মহিলা সংগঠন। গোটা রাজ্যের পাশাপাশি বুধবার মালদা জেলা জুড়েও এই আন্দোলন সংগঠিত করা হয়। এই মর্মে এদিন মোথাবাড়ি থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেন সংগঠনের কর্মীরা। এরপর ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মোথাবাড়ি থানায় একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

অনান্য খবর-আগামী ২৯ শে জুন বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় বসবেন জেপি নাড্ডা

মোথাবাড়ি থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। DYFY এর সম্পাদক আশরাউল হক জানান আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করি এবং মোথাবাড়ি থানা একটি স্মারকলিপি প্রদান করি। তিনি জানান মোথাবাড়ি থানার পুলিশ আশ্বাস দিয়েছেন।পাশে থাকার।

ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবীতে মালদা জেলা জুড়ে বিক্ষোভ

অনান্য খবর- যুব সভাপতি পদের দায়িত্ব পেয়েই সংগঠন সাজাতে ময়দানে সায়নী ঘোষ

পরের খবর – দিলীপ ঘোষ আলিপুরদুয়ার আসতেই দুধ ছেকে সোনা বের করার আর্জি জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ারে আসতেই বিজেপি রাজ্য সভাপতিকে এক অভিনব পন্থায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। একদা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধ থেকে নাকি সোনা হয়। তাই রবিবার আলিপুরদুয়ারে প্রকাশ্য রাস্তায় গরুর দুধ ছেকল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার ভাংগাপুল এলাকায় টাউন ব্লক মূল কংগ্রেস সম্মুখে এই কর্মসূচি গৃহীত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু কর,টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা।
গরুর দুধ থেকে সোনা বের করে সেই সোনা বিক্রি করে যেন ভ্যাক্সিন এর ব্যবস্থা করতে পারে সেই বিষয়ে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব। প্রকাশ্য রাস্তায় এভাবে গরুর দুধ ছেকাকে কেন্দ্র করে একপ্রকার হুলুস্থুল বেজে যায়। পুরো খবর

অনান্য খবর- আলিপুরদুয়ার পথের সাথীর ১১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, শুভ সূচনায় বিধায়ক

আইপিএলের বাকি ম্যাচ হবে ১৯ শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবরের মধ্যে: রাজীব শুক্লা

দিনহাটার অসহায় শিশুর পরিবারের হাতে ল্যাকটোজেন তুলে দিলেন ডঃ অজয় মণ্ডল

“আমি যে ছোটা ঘোড়া ছিলাম,সেই ছোটা ঘোড়াই আছি”, সুস্থ হয়েই খোশমেজাজে অনুব্রত

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments