Sunday, April 28, 2024
Homeময়নাগুড়িপূর্ত দফতরের রাস্তায় পুনরায় হাইটবার লাগানোর বিরোধিতায় পথ অবরোধ এলাকাবাসীর

পূর্ত দফতরের রাস্তায় পুনরায় হাইটবার লাগানোর বিরোধিতায় পথ অবরোধ এলাকাবাসীর

ময়নাগুড়ি, ১০ ফেব্রুয়ারি : পূর্ত দফতরের রাস্তায় বসানো হাইট বারের জেরে সমস্যায় পড়েছিলেন রানীরহাট মোড় সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। এলাকার মানুষ একাধিকবার তা তুলে দেওয়ার দাবি জানালেও কোনো সমাধান হয়নি। পরে রাতের অন্ধকারে সেই হাইটবার তুলে দেন দুষ্কৃতীরা। বর্তমানেও হাইট বার ছাড়াই রয়েছে রানীরহাট মোড় থেকে রানীরহাট বাজার যাওয়ার পূর্ত দফতরের রাস্তাটি। কিন্তূ স্থানীয়দের অভিযোগ, শুক্রবার পুনরায় ওই রাস্তায় হাইট বসানোকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। বিক্ষোভের জেরে পূর্ত দফতরের রাস্তা প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় থেকে রানীরহাট বাজার যাওয়ার পূর্ত দফতরের রাস্তায় ভারী যান চলাচল বন্ধ রাখতে রানীরহাট মোড়ে বসানো হয়েছিল হাইটবার। যার জেরে মাঝে মধ্যেই হাইট বারে ঘটতো দুর্ঘটনা। হাইটবারের কারণে দমকলের ইঞ্জিন সহ এলাকায় কৃষির ফলন বিক্রির জন্য বড় গাড়ি ঢুকতো না। যার ফলে সমস্যার সম্মুখীন হন এলাকার মানুষ। এই বিষয় গুলি নিয়ে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি বলেও অভিযোগ করেন এলাকার মানুষ। তবে বেশ কিছুদিন আগে গভীর রাতে সেই হাইট বার তুলে দেন দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপর থেকেই বড় গাড়ি ওই রাস্তা দিয়েই চলাচল শুরু করে। হুসলুডাঙ্গা টোল গেট ফাঁকি দিয়ে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করায় বিপাকে পড়েন টোল গেট কর্তৃপক্ষ। এদিকে পুনরায় সেই হাইটবার লাগানোর জন্য পূর্ত দফতরের আধিকারিকরা আসলে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। বিক্ষোভের জেরে শুরু হয় পথ অবরোধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments