Monday, May 6, 2024
Homeরাজনীতি“দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভাল’’,নিশীথকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভাল’’,নিশীথকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অভিষেকের বক্তৃতায় বার বার ঘুরে ফিরে এল নিশীথ প্রসঙ্গ। সেই প্রসঙ্গে এক বার কোচবিহারের আমজনতার কাছে ক্ষমা চাইলেন অভিষেক। তিনি বলেন, “আমি মনে করি দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’’

ভুল হয়েছিল, ক্ষমা চাইছি। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের জন্য মাথাভাঙার জনতার উদ্দেশে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মাথাভাঙা কলেজ ময়দানে জনসভা করতে এসেছিলেন তিনি। সেখানেই তাঁর বক্তৃতায় বার বার ঘুরে ফিরে এল নিশীথ প্রসঙ্গ। সেই প্রসঙ্গে এক বার কোচবিহারের আমজনতার কাছে ক্ষমা চাইলেন অভিষেক।

তিনি বলেন, ‘‘কোচবিহারের সাংসদ, যিনি এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি এক সময় আমার অধীনেই ছিলেন। কিন্তু আমি জানতে পারি ২০১৮ সালে আমার নাম করে পঞ্চায়েতে প্রার্থী করেছেন। সেই সময়েই তাঁকে বহিষ্কার করেছিলাম। আমরা যাঁদের আবর্জনা ভেবে বহিষ্কার করি, অন্যরা তাঁদের সম্পদ ভেবে নেয়। আমি মনে করি দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’’ এর পরেই অভিষেক বলেন, ‘‘আমরা ভুল করলে ভুল স্বীকার করতে জানি। তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমার সঙ্গে থাকলে আমি সব ঠিক করব। এখন থেকে কোচবিহারের দায়িত্ব আমার। আপনাদের সমর্থন পেলেই সব কিছু ঠিক করা সম্ভব আমার পক্ষে।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments