Tuesday, April 23, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়িতে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের

ময়নাগুড়িতে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের বিভিন্ন অসঙ্গতিকে সামনে রেখে
প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের ময়নাগুড়ি, ১০ ফেব্রুয়ারি : স্কুলের এক ছাত্রকে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিয়ে না যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শুক্রবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরবর্তীতে ময়নাগুড়ি ব্লকের চতুর্থ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক এর প্রতিনিধি দল স্কুলে আসলে প্রধান শিক্ষককে তালা মুক্ত করেন। স্কুলের অভিভাবকদের অভিযোগ, স্কুলের এক ছাত্র হাই জাম্প প্রতিযোগিতায় জেলা স্তরে খেলার সুযোগ পান। গত বৃহস্পতিবার খেলা অনুষ্ঠিত হলেও সেই ছাত্রকে স্কুলের কোনো শিক্ষক নিয়ে যান নি। পরবর্তীতে তার পরিবারের লোক নিয়ে যান খেলার জন্য। খেলায় একজন প্রতিভাধর ছাত্রকে শিক্ষকরা অসহযোগিতা করছেন। এছাড়াও স্কুলের পঠন পাঠন ঠিক মতো করানো হয়না। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও দেরিতে আসেন। মিড ডে মিলের খাওয়ায় ক্ষেত্রেও অসঙ্গতির অভিযোগ তোলেন অভিভাবকরা। এমনকি স্কুলের পাশে একটি মৃত বট গাছ আছে। যে কোনো সময় গাছটি ভেঙে পড়লে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা। একাধিকবার স্কুল শিক্ষকদের জানালেও তার কোনো সমাধান তারা করেননি । একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার স্কুলে আসেন অভিভাবকরা। তারা এসে প্রধান শিক্ষককে অফিস ঘরে তালা বন্ধ করে দেন। এই বিষয়ে এক অভিভাবক জগন্নাথ রায় বলেন, " স্কুলের প্রধান শিক্ষককে একাধিকবার জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আমরা প্রধান শিক্ষককে আটক করে রেখেছি। এর সমাধান চাই আমরা।" এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল বলেন, " তেমন কোনো অভিযোগ নেই। আমি ছাত্রটিকে নিজে গাড়িতে তুলে দিয়েছি। বাকি সমস্যা গুলি সমস্তটা সঠিক নয়। দীর্ঘ কয়েক ঘন্টার পর ময়নাগুড়ি ব্লকের চতুর্থ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক এর পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হয়। সেখানে গিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তালা খুলে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments