Friday, May 3, 2024
Homeময়নাগুড়িপুজো উপলক্ষ্যে ময়নাগুড়ি শহরে যান চলাচল বন্ধ

পুজো উপলক্ষ্যে ময়নাগুড়ি শহরে যান চলাচল বন্ধ

ময়নাগুড়ি, ১১ অক্টোবর : জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানা ও ট্রাফিকের উদ্যোগে সোমবার থেকে ময়নাগুড়ি শহরে যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় ময়নাগুড়ি পুলিশ প্রশাসন। আর সেই কারণে সোমবার মাইক যোগে প্রচার চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, সোমবার থেকে দশমী পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। সোমবার বিকাল ৫ টা থেকে রাত ২ টা পর্যন্ত শহরে কোনো টোটো, ছোট গাড়ি প্রবেশ করতে পারবে না। যদি কেউ নিয়ম লঙ্ঘন করে তবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়। এবার দুর্গা পূজাকে কেন্দ্র করে ময়নাগুড়িতে বেশ কিছু বিগ বাজেটের পুজো রয়েছে। তাই পুজো দেখতে মানুষের ভিড় উপচে পড়ে পুজো প্যান্ডেল গুলিতে। কিন্তূ যেহেতু করোনা পরিস্থিতি তাই ভিড়, যানজট এড়াতেই এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে ময়নাগুড়িতে পুজোকে কেন্দ্র করে ৪টি ড্রপ গেট বসানো হবে। উল্লেখ্য ময়নাগুড়ি হাসপাতাল পাড়া, ইন্দিরা মোড়, দারিভিজ ব্রিজ এবং ময়নাগুড়ি বিডিও অফিস মোড় এলাকায়। এর পাশাপাশি পুলিশ ভ্যান লাগাতার টহল দেবেন শহরে। তাই যানজট এবং ভিড় এড়ানোর এই সিদ্ধান্তে খুশি ময়নাগুড়ির বিগ বাজেটের পূজা কমিটি গুলি। তাই সোমবার ময়নাগুড়ি থানার পক্ষ থেকে মাইক যোগে প্রচার চালানো হয়। এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন, "ময়নাগুড়ি শহরের পুজো গুলিকে সুষ্ঠ ভাবে পরিচালনা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments